Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

.অনুগল্প - অঞ্জনা গোড়িয়া

 মৃত্যুর মাঝে


পাশের সিট টা ফাঁকায় পড়ে রইল। 
আরো চারটি সিট এখনো আছে । প্রতিদিন সকাল- বিকাল এসে বসতো ৫বন্ধু  ।গল্প করত। হাসি ঠাট্টা করত।চা বিস্কুটে মুচমুচে দিন  কাটত।আজ বিকালে একটা সিট  ফাঁকা হয়ে গেল । 
চলে গেল বহুদূরে । হসপিটালে ভর্তি করা হল।তবু বাঁচান গেল না কানাইবাবু কে।
হার্টএটার্ক, মৃত্যুর কোলে ঢোলে পড়ল ।   হাসি খুশির দিন গুলিতে একটা আতঙ্ক গ্রাস করল । মনগুলি সব নিস্তব্ধ । 

কিছু মাস যেতে না যেতেই আবার বিদায় নিল প্রফুল্ল মাস্টার । আরো একটা সিট খালি । 
চিন্তায় ভাবনায় ওনারা তিন জন আরো ঝিমিয়ে পড়ল ।  
এক দিন  কেউ না উপষ্থিত হলেই মনে আতঙ্ক আসে । তবে কি আর ফিরবে না ?

পিতৃহীন অহনা  নতুন করে  বাবা পেয়েছে।স্নেহ মায়া মমতায় ভরিয়ে দিয়েছে শ্বশুরমশাই । বাবার অভাব বুঝতেই পারে নি ।  কবিতা ও সকল সুখ দুঃখ ,সুবিধা -অসুবিধা গুলি বাবার সঙ্গে ভাগ করে নিত। অসুখ করলে সঙ্গে সঙ্গে ছুটে যেত ডাক্তার খানায়। শ্বশুর- বাবাকে কিছুতেই হারাতে দেবে না । 

 হঠাৎ ই কেমন  চুপচাপ হয়ে গেল  শ্বশুরমশাই । জানতে পারল কবিতার শ্বশুর অসুস্থ ।ছোটবেলার পাঁচ বন্ধু আজও সমান বন্ধুত্ব ,সম্পর্ক । কিন্তু একে একে সবাই চলে যাচ্ছে শ্বশুরমশাই কে ছেড়ে।  একমাস আগে আরো এক বন্ধুকে  হারিয়েছে।  আর  মাত্র দুজন জীবিত  সিটে।নদীর তীরে বসে ,উদাস ভাবে  চেয়ে থাকে মিলিয়ে যাওয়া ঢেউ গুলিকে।

এমনি এক সকালে গিয়ে শুনল,সবচেয়ে প্রিয় বন্ধুটার রথীনবাবুর প্রচন্ড জ্বর । হাতে পায়ে ব্যথা । লাঠি ধরেও আর আসতে পারবে না ।

অহনার শ্বশুর, সম্পূর্ণ একা হয়ে গেল । 
 কিছু দিন আগে মাথার পিছনে একটা ছোট্ট ফুসকুঁড়ি দেখা দিয়েছিল ।  অনেক হোমিওপ্যাথি অষুধ খেয়ে ও ভালো হয় নি। ডাক্তার বলল ,অপারেশন ছাড়া উপায় নেই ।হসপিটালে ভর্তি করতে হল । 
 বেঁচে থাকার ইচ্ছা টাই আর নেই ।  এই অবস্থায় অপারেশন করলে জীবনের ঝুঁকি  হতে পারে । একে হার্টের রোগী ।

অহনা  বাবার কাছে গেল।  কিছু  কথা বলল।
কথাগুলি শুনেই চোখমুখে তৃপ্তির নিশ্বাস  ফুটে উঠল । হাসতে হাসতে অপারেশন রুমে চলে গেল । আর বলে গেল , আমার জ্ঞান ফিরলেই রথীনকে দেখতে চাই ।দরজা বন্ধ হয়ে গেল ।

অহনার বুকচাপা যন্ত্রনা চোখ দিয়ে অশ্রুধারায় বেরিয়ে এল। মনকে শক্ত  করে মনে মনে বলল ,আমাকে ক্ষমা করো । আর যে কোনো  উপায় ছিল না  তোমাকে বাঁচানোর । ছোট্ট একটা মিথ্যা কথা , "  রথীন বাবু  সুষ্থ "। খবর এল 
সবে মাত্র রথীনবাবুর দেহ দাহ করে  থেকে ফিরেছে কবিতার  স্বামী । চোখ দিয়ে  জল গড়িয়ে পড়ল। 
=====================

নাম-অঞ্জনা গোড়িয়া
দিঘির পাড় বাজার
থানা- ফলতা
 জেলা-২৪ পরগনা( দ)   

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল