কবিতা: অলোক কুমার প্রামাণিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2019

কবিতা: অলোক কুমার প্রামাণিক


শ্রাবণ এলো

=================


শ্রাবণ এলো মেঘ সাজিয়ে 
আকাশ খানা ছেয়ে, 
টিপ টিপ টিপ বর্ষা ঝরে 
মিষ্টি গান গেয়ে। 

জল পড়ে পাতা নড়ে 
লতায় পাতায় নৃত্য, 
বৃষ্টি ঝরে সবুজ ঘাসের 
বদলে দিল চিত্র। 

শ্রাবণ ধারায় অতিত সুর 
বাজায় মনে বাঁশি, 
বৃষ্টি মুখর ভেজা ছাতায় 
মিষ্টি তারই হাসি। 

বাদল দিনে পাগল হাওয়া 
মাতিয়ে তোলে প্রান 
শৈশব গুলো ফিরে পেতে 
মন করে আনচান। 
=================

Aloke kr. Pramanick.
4, Chandi Tala Road. Budge Budge
Kolkata - 700138, 
Mo - 6290239795,
-----------------------