গুচ্ছকবিতা , সফিকুজ্জামান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2019

গুচ্ছকবিতা , সফিকুজ্জামান



চেনা হলো না


পৃথিবীতে অনেক হেঁটেও আজ
সব পথ চেনা হলো না, 
গলির ভিতর গলি পথ
প্রান্তময় অন্ধকার ঢাকা ;
হয়তো ওপারে লুকিয়ে রয়েছে
এক গোপন সুড়ঙ্গপথ -
তবু দেখি শেয়ালেরা ঐ পথে
যাতায়াত করে অনিবার।


স্বাদ

ঠাণ্ডার আড়াল থেকে তুমি
উত্তাপের তূণ ছুঁড়ে মারো
আর যে নরম মনোভূমি জুড়ে
কেবলই আগুন জ্বালায়
সে কি তোমারই সহোদর না বৈমাত্রেয়? 
তোমার মাদক ভরা তূণগুলো 
ক্রমশ হাওয়ায় মিশে যাচ্ছে প্রতিদিন। 
জারিত পান্তা ভাতের ড্রাগে
অনাবাসী গরম ভাতের স্বাদ।


সুচরিতা


সুচরিতা তুমি ফিরে এসো
এই নগর-প্রান্তরে, 
আমার সুদীর্ঘ শ্বাসে লেগে আছে
ভয়ের মাতাল বায়ু। 
ঘুলঘুলাইয়্যা পথে 
তুমি আলো নিয়ে এসো 
বয়ে যাবে কাল- মুক্ত সুবাতাস। 

সেই ছেচল্লিশ থেকে 
আমি পথ চেয়ে আছি -
সুনীল সমুদ্র পারে 
ঐ দিগন্ত রেখায়
ধীরে ধীরে ঘুম ভেঙে
উঠবে নতুন দিনের ভানুমতী।

............................................

সফিকুজ্জামান
কুলবেড়িয়া, রেজিনগর
মুর্শিদাবাদ
হোয়াটসঅ্যাপ:৯৪৭৫৬৪৩০৪২