দুটি কবিতা: নীলাদ্রি চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2019

দুটি কবিতা: নীলাদ্রি চক্রবর্তী




1.

বর্ষার মতো
................



তোমার বর্ষা উষ্ণ ভীষণ,চোখের কোনে এমনি সাজে
আমার বর্ষা অনাহারি, দুপুর হলেই খাদ্য খোঁজে।

তোমার বর্ষা প্যালেস্টাইন, বৃষ্টি আসে গিটার তারে
আমার বর্ষা শুকনো ঝিনুক,জলের ধারে ঠুকরে মরে।

তোমার বর্ষা রিক্ত ভীষণ,আকাশ থেকে রক্ত টানে
আমার বর্ষা জীর্ণ কুটির,দিগন্তকেও লিখতে জানে।

তোমার বর্ষা রোমানিয়া ,ম্যাজিক দেখায় চুলের ফাঁকে
আমার বর্ষা বান্ধবী গাছ, মাটির ওপর জীবন আঁকে।

তোমার বর্ষা চায়ের চুমুক,ঠোঁটের মাঝে প্রলেপ লাগায়
আমার বর্ষা একলা কাঁদুক,নিকোটিনে সন্ধে সাজায়।

তোমার বর্ষা মর্ডান ভীষণ,ছন্দে চলে ছড়ার মতন
আমার বর্ষা অনাথ নদী, একটু দুরেই অবাধ পতন।

তোমার বর্ষা অহংকারি,পাখির ডাকে নৌকা ঘোরায়
আমার  বর্ষা শব্দতরী , বুকের মাঝে কোদাল চালায়।

তোমার বর্ষা তোমার মতোই,অন্য মেঘের স্বপ্নে সাজে
আমার বর্ষা আমার মতোই,দিনের শেষে তোমায় খোঁজে।


2.

জলফড়িং
...............



স্বপ্নেরা মৃত বহুদিন
রোদ্দুরও তালগাছে বাঁধা
বুকে সেই রক্তস্রোতা আলপিন
শিল্পটা পায়ের নিচে গাঁথা।

ঘাসেরা পুড়ছে আগুনে
জলেরা ডেকেছে বিপ্লব
সময় গুলো রাতের শোভা আনে,
এটা কি তোমারই লেখা পল্লব?

রাস্তারা কিছু হারিয়ে গেছে বাঁকে
পাতকুয়ো থেকে উঠছে মানুষ যতো
দেবতারা কি শক্ত হাতে আঁকে?
বিছানার কাছে ছড়িয়ে থাকা ক্ষতো।

তারারা সব আকাশ নিয়ে ছোটে
কোকিলের ডাকে বসন্ত আসে না আর 
বিচ্ছেদ টা এতোই বেড়েছে কোর্টে
সেকেলের মুনিকেই  দরকার।

সানগ্লাস টা রোদ গিলেছে খুব 
কব্জির জোরে ছুরি ঢোকায় ওরা।
তারা  কি জানে হিংসার ব্লাডগ্রুপ?
বাড়ি ফেরে লজ্জিত শিরদাঁড়া।

কেই বা ওড়ায় মিথ্যে ফানুস?
কেই বা জ্বালায় শহুরে আলো?
যুদ্ধরা কি এমনি আসে,
গলির ফাঁকে ভ্যানিশ দানুষ।

স্বপ্নেরা মৃত বহুদিন
রোদ্দুরও তালগাছে বাঁধা
বুকে সেই রক্তস্রোতা আলপিন
শিল্পটা পায়ের নিচে গাঁথা।

====================


Name:niladri chakrabarty
Village:Madhyaranga,khanakul
Dist:Hooghly
P.s:Rajhati Bandar
Pin:712417
Phn no-7602093755