কবিতা: প্রসেনজিৎ ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2019

কবিতা: প্রসেনজিৎ ঘোষ



"কথার ভাঁজে বাঁচার ইচ্ছা "


যখন হাতের কাছে প্রয়োজন তিক্ত
তখন সভ্য সভ্যতার বুলি আসে না বদনে।
তবুও মানুষ চেনার ইচ্ছা তোমাকে ঘিরেই থাকে,
কিন্তু নিখোঁজের খোঁজে তুমি নিখোঁজ।
রাতের আঁধার আর দিনের আলোয়,
তোমায় খোঁজে আমার দু'চোখ।
সময় গুলো কাটতে চাই না তুমি বিহনে,
বোধ হয় একা থাকার অভ্যস দাঁড়িয়ে আছে আমার আঙ্গিনে।
সমাজ চোখে কাঁচের ঢুলি,
বাক বন্দী সততার বুলি।
নেকড়ের থাবায় স্বপ্ন ভঙ্গ,
না পাওয়ার যন্ত্রণায় কাতর সর্ব অঙ্গ।
এত কিছুর পরেও বুঝতে পারিনা সমাজ তোমায়,
মিষ্টির দোকানের মাছি আমি কেবল তুলি হাই।

=================

পরিচিতি-
গ্রাম- ভাণ্ডারিয়া
পোষ্ট - তাতারপুর
জেলা - পশ্চিম মেদিনীপুর
পিন- ৭২১২৪২
মোবাইল নম্বর -৮৯৬৭৩৩৮৮৬২