Featured Post

নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রন্থ-প্রকাশ : ১। সম্পূর্ণ পত্রিকার খরচে ও ২। পত্রিকার অনুদানে

ছবি
  নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে  গ্রন্থ-প্রকাশ বিষয়ক বিজ্ঞপ্তি ১। সম্পূর্ণ পত্রিকার খরচে এক ফর্মার ১০টি পুস্তিকা : এই প্রকল্পে লেখক-কবিদের থেকে কোনো খরচ নেওয়া হবে না।        পত্রিকার ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে বইগুলি প্রকাশিত হবে। লেখক/কবিকে সশ্রদ্ধায় সৌজন্য সংখ্যা দেওয়া হবে।       যাঁদের আগে কোন বই হয়নি , তাঁরা অগ্রাধিকার পাবেন। নতুনদের উপযুক্ত লেখা না পেলে বাকিদের লেখা নিয়ে লক্ষ্যমাত্রা পূরিত হবে।       লেখা সকলেই পাঠাতে পারেন। মেলবডিতে টাইপ করে বা word ফাইলে ।   ই-মেল : nabapravat30@gmail.com  (এবং হোয়াটসঅ্যাপেও)। বইয়ের শিরোনামসহ ১৫টি কবিতা বা ১৫টি অণুগল্প পাঠাতে হবে , শব্দ সংখ্যা বা লাইন সংখ্যার বাঁধন নেই । মনোনীত হলে মানানসই বইয়ের ফরম্যাটে যে কটি যাবে রাখা হবে ।       সঙ্গে লেখক পরিচিতি , ঠিকানা , যোগাযোগের ( কল ও হোয়াটসঅ্যাপ )   নম্বর ও এক কপি ছবি দেবেন। লেখক পরিচিতিতে অবশ্যই জানাবেন, এটি আপনার প্রথম প্রকাশিত বই হবে অথবা পূর্ব প্রকাশিত গ্রন্থতালিকা। অনলাইন বা মুদ্রিত পত্রিকা বা সমাজ - মাধ্যমে প্রকাশিত লেখাও পাঠানো যাবে । তবে কোনও গ্রন্থভুক্ত লেখা

গদ্য কবিতা - পারিজাত ব্যানার্জী




মৃত্যু যন্ত্রণার প্রসব



যখন অনেকগুলো নুড়িপাথর পরপর সাজিয়ে  সামনের দিকে এগোতে থাকি, পাশ দিয়ে চলতে-থাকা নিবিড় অরণ্যরাজির অসামান্য চিত্ররেখা তখন কোনোভাবেই চোখের পাতা ভেজাতে পারেনা। নুড়িপাথরগুলো সমস্যাদের নিয়ে এঁকেবেঁকে চলতে থাকে ঠিকই, তবে এভাবে দুকূল ভেজানো জলসীমান্ত সমুদ্রের কিনারা খুঁজে পায় না। আসলে এই খোঁজ করাটাই বড় আপেক্ষিক — এই খুঁজতে থাকাতে নতুন করে কোনো গুপ্তধন উদ্ধার কোথাও হয় না। যা রয়ে যায় পথের দুপাশ ভর করে, তার পুরোটাই কিন্তু রোজ একটু একটু করে জমতে থাকা অচৈতন্য শিশমহল… কপাট জুরে যেখানে আলমারির গায়ে আজও আঁটা রয়েছে প্রাচীন বিশাল আয়না!

বহুদিন হল, ওই কাঁচের দরজা হাট করে খুলে দিয়ে পুরোনো পড়ে থাকা বইগুলো নতুন করে রোদে ভেজানো হয়নি। সিঁড়ির তলার ঘর থেকে নিয়ে আসা কাঠের উঁচু টুলটায় পা ঝুলিয়ে বসে একটা একটা করে মলাটে হাত বোলাতে বোলাতে আনমনে প্রশ্নও করিনি, 'এই কাঠটাই কি মেহগনি?' অযথা এঁকেবেঁকে আসা উত্তর প্রত্ত্যুত্তরদের ভিড় যতই গোগ্রাসে গিলতে এসেছে অর্ধেকের উপরেরও বেশ কিছুটা সময় ও লুকোনো অতীত — তাদের প্রশ্রয় দিতেই বোধহয় নতুন করে একদান খেলব বলে স্যাঁৎসেতে সেটে যাওয়া পুরোনো তাসের প্যাকেটটা বইয়ের তাক থেকে সযত্নে নামিয়ে আনি।

নিজের জন্য একসময়, 'সময়'এর বড় প্রয়োজন মনে করেছিলাম। ভেবেছিলাম, এদিকটায় আগে সব গুছিয়ে নিই, তারপর সময়মতো সময় করে নিজের জন্য বার করব একান্ত খানিকটা সময়। পরপর তাতে লিখতে থাকব চিঠি - না, কোনো বিশেষ কাউকে উদ্দেশ্য করে নয়। কত কথাই তো জমা থাকে ভিতরে, জমতে জমতে বেলাশেষে জাঁকিয়ে ধরে তাদের কালরোগে। তাদের লিখে রাখলে অন্তত পরবর্তী প্রজন্মের গবেষণার কাজে লাগবে — উদ্ধার হবে কত তত্ত্ব; জানবে সবাই - মানুষ এমনও হয়!

যদিও নিজেই জানি, সব কথাদের রূপদান করতে নেই ভাষায়। তাতে সমস্যা বাড়ে নতুন কথা খুঁজতে যাওয়ায়! খেলার মাঝেই আড়চোখে দেখে নিই, হাতছানি দিয়ে ডাকতে থাকে বইয়ের তাক আর গল্পগুলো, মাথা নাড়ি,বলি অল্প হেসে, 'উঁহু! নাহ্, এখনই নয়!'

জলের ধারেই ফেলে এসেছিলাম যেই নুড়িপাথরদের, আগে খুঁজতে হবে তাদের বিবর্তনের পরিচয়। দুপাশে ফেলে আসা জঙ্গল জুড়ে এখন নিশ্চয়ই নামছে আঁধার, মাথার উপরে ফুটে উঠেছে চাঁদের আবছা বলয়!

সমস্তকিছুই থাক বরং এখন পড়ে, অনাবৃত ভীতু মনন সব। মাঝগভীরে ডুব দিয়ে আসি এবেলা — ছুঁয়ে আসি মৃত্যু যন্ত্রণার প্রসব!

======================

পারিজাত ব্যানার্জী 
সিডনি, অস্ট্রেলিয়া 


জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 'স্বাধীনতা, স্বদেশ ও স্বকাল' বিষয়ক সংখ্যা ।। ভাদ্র ১৪৩১ আগস্ট ২০২৪

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রন্থ-প্রকাশ : ১। সম্পূর্ণ পত্রিকার খরচে ও ২। পত্রিকার অনুদানে

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান