মৌমিতা ঘোষাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

মৌমিতা ঘোষাল



একটা মুক্ত আকাশ উপহার দিন

মৌমিতা ঘোষাল 



যখন এই দিনটা আবার ঘুরে আসে, নিজেদের কেমন জানি একটু রাস্তার মোড়ের পাথরের মূর্তির মত লাগে যার মাথায় প্রতিষ্ঠা দিবসের দিন চাঁদোয়া লাগে, ধুয়ে মুছে চকচকে করে সবাই মিলে,গলায় মস্ত মালা জোটে, জয় জয়কার হয় সম্মানীয় মানুষটার তারপর! তারপর এক বছরের জন্য আবার তাকে একলা ছেড়ে দেয়া হয় রোদে - ঝড়ে - জলে বলা বাহুল্য কাক পক্ষীরাও তাদের প্রতিদিনের ক্রিয়াকর্ম সেরে যায় তারই উপর তো আজ নারী দিবস আজ হঠাৎ করে সকাল থেকে সন্ধ্যে খেটে মরা মায়ের রান্নার খুঁত ধরবেন না, পাড়ার মোড়ে মেয়েদের মাল বলে ডাকতে মনে বাধবে, বান্ধবীদের হ্যোয়াটস্যাপে ম্যাসেজ করবেন, ফেসবুকে 'নারী দিবস' পোস্টে ট্যাগিয়ে দেবেন নাহ্ কোনোটাই মন্দ নয় কিন্তু সেটা ৮ই মার্চের রাত ১২টা থেকে ১২টাতে বড্ড সীমাবদ্ধ একটু প্রশস্থ করুন একদমই ভাববেন না, টিকিটের আলাদা লাইন বা লাইনের প্রথমার্ধ, কিংবা বাসের লেডিস সীটটা দখল করাই দাবি একটু সন্মান সঙ্গে একটু স্বাধীনতা দিন, সব দিনের জন্য আই রিপিট, সব দিনের জন্য আপনার মা - বোন - দিদি - স্ত্রী - মেয়ে - বান্ধবী যেই হোক না কেন, তাকে একটা মুক্ত আকাশ উপহার দিন তাকে নিয়ে মনে মনে হলেও একটু গর্ববোধ করুন তার অন্যায় আবদারে নয়, আত্মসম্মানে সাহস দিন সাম্যতা নয় সমদর্শিতা দেখানএর চেয়ে ভালো উপহার তার জন্য আর হতেই পারেনা আর না পারলে ফেসবুক তো রইলই, পোস্ট দিন, সবাইকে ট্যাগ করুন ৮ই মার্চ তো প্রতিবছরই আসবে
 ---------------------------------০০০০০০০০০০০০০----------------------------------

Moumita Ghoshal
Soroj Gupta Cancer Center & Research Institute 
Thakurpukur, M. G. Road 
Kolkata - 63

No comments:

Post a Comment