Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

গুরু স্বরূপ মুখোপাধ্যায়



💐বিচার💐

গুরু স্বরূপ মুখোপাধ্যায়

 

গাঁয়ের চণ্ডীমণ্ডপে বসেছে বিচার।গাঁয়ের মাতব্বর,প্রধান সকলে বসেছেন বিচারে।সেদিন নাকি রেশমী বৌদির বাড়ির জানালাদিয়ে এক ভিন গাঁয়ের লোক উঁকি-ঝুঁকি মারছিল রাতের বেলা।রেশমী বৌদির স্বামী প্রায় কুড়ি বছর নিঁখোজ ,সুতরাং আর এত বেলেল্লাপনা সহ্য হয় না।হয় তাকে গাঁ ছাড়তে হবে,নতুবা কুড়ি বছরের বেপাত্তা স্বামীর উদ্দেশ্যে পিণ্ডদান করে বিধবা সাজতে হবে।এতে আর যা হোক নাকি সমাজের ধর্ম রক্ষা হবে।বৌদির একটি বারো বছরের ছেলে আছে,সে যে পিতৃস্নেহ কি তা জানল না ; কারন জন্মের প্রায় সঙ্গে সঙ্গেই তার বাবা রোজগারের তাগিদে রাজস্থান পাড়ি দিয়েছিল।সেই যে ছেলের হাতে দুটাকা দিয়ে বলে গেলো পরের মাসে আসবে,কত মাস গেলো -বছর গেলো তবু এল না।গোপনে অনেকে বলে সে নাকি মারা গেছে।কিন্তু বৌদি সিঁদুর আগলে থাকে।
রেশমী বৌদি মণ্ডপের মাঝখানে যেন শত অপরাধে অপরাধী হয়ে বসে আছে আর তার পিতৃতুল্য মাতব্বররা কুদৃষ্টি এবং একরাশ বিষাক্ত শ্লেষ উদ্গার করছে।বৌদি দেখতে অতীব সুন্দরী,কিন্তু হায়; স্বামীর ঘর হল না।বিচারের শেষে সিদ্ধান্ত হল,যাক এবারের মত ক্ষমা ঘেন্না করা হল,তবে আর নয়।আর কিছুদিন পরেই না হোক শাঁখা সিঁদুর তুলে দেওয়া হবে।
তারপর কয়েকমাস কেটে গেল।গ্রীষ্ম-বর্ষা পেরিয়ে এল শীত।একদিন শীতের সকালে শোনাগেল বৌদি নেই,তার সেই বারো বছরের ছেলেটাও নেই।সকলে ভাবল এতদিনে গাঁয়ের শান্তি হলো।কারণ চরিত্রহীনা মেয়েরা থাকলে গাঁয়ের দুর্নাম।স্বামীহীনা রেশমী বৌদির কথা প্রায় সকলেই ভুলে গেছে।পড়ে আছে তার দোচালা খড়ের ঘরটা।কাঠবেড়ালি ,ইঁদুর আর ঘুঘু পাখির ডেরা হয়েছে ঘরটা।
হঠাৎ দেখা গেল গাঁয়ের সেই মাতব্বর জ্ঞানীগুনী বয়স্ক ব্যক্তি যাকে সকলেই মান্য করে হারানবাবু সেই বৌদির ঘরটা লোক লাগিয়ে ভেঙে ফেলছে-------নাকি পাকার বৈঠকখানা ঘর হবে।জিজ্ঞাসা করলে বলে ----ঐ নষ্টামেয়েটা তাকে নাকি বিক্রি করেছে বাড়িটা।
সত্যই বিক্রি করেছিল।আর না করে উপায় কি? কারন হারানবাবু জানতেন কোথায় বৌদি গা ঢাকা দিয়েছিল।সেদিন এরকম কড়া কড়া ভাষায় বিচার না করলে সে যে গাঁ ছাড়া হত না।আর তার বড় রাস্তার ধারে বাড়িটা কম দামে কেনা হত না।চুপিসারে সন্ধান করে নানারকম বুঝিয়ে কমদামে বাড়িটা কিনে ফেল্লো। সকলকে তার কেনার দলিলও দেখাল। আবার হারানবাবু বড় মুখ করে বল্লো ,নষ্টাটার বাড়িটা কেনার ইচ্ছা ছিল না, তবে হাতে পায়ে ধরলো বলে আর না করতে পারলাম না।কটা টাকাতো তার হলো।বাকি জীবন খেয়ে বেঁচে থাকুক।সমাজ মাতব্বর হারানবাবুর চাতুরীতে সমাজও দেখলো বুড়ো আঙুল ।
যে দেশের হাইকোর্টের-সুপ্রিমকোর্টের বিচারপতিরাও ঘুষের টাকা আত্মসাৎ করে বিচার করে------------সঠিক বিচারের নামে হয় নিরপরাধের সাজা।আর সেখানে গাঁয়ের মাতব্বর এক স্বামীহীনা মহিলাকে অপবাদ দিয়ে ভিটেছাড়া করবে,এতে অবাক হবার কি আছে? চলুক বিচার-----------
 ----------------০০০০০০০০০০--------------------

 গুরুস্বরূপ মুখোপাধ্যায়। কোতুলপুর, বাঁকুড়া।

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল