অনন্য বন্দ্যোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

অনন্য বন্দ্যোপাধ্যায়



আমি কেন নারীকে দেখি না 

             . ---অনন্য  বন্দ্যোপাধ্যায় 


আমি কেন নারীকে দেখি না 
অথচ জনে জনে নারী নারী বলে ডাকে 
ভাবতে ভাবতে কেবলই রাত্রি নেমে আসে 
আমার এই পৃথিবীতে 

দেখি বোবা কান্নায় চুপি চুপি মুখ ঢেকে 
খালি পায়ে কারা যেন কাঠফাটা রোদ্দুরে চিরকাল 
বাড়ি ফেরে অথবা বাড়ি থেকে কোথা যেন যায় 
আমার এই ধূসর গ্রাম --শহরের ব্যস্ত ভীষণ ভিড়ে 
ওই ক্লান্তিহীন আবহমান শক্তির রাত্রিদিন কাজ আছে , মাথা গুঁজে থাকার জায়গা আছে 
কোন ঘর নেই, বসতি নেই, সভ্যতা নেই 
সারাজীবনের স্বপ্নের সাম্রাজ্য তার 
টুকরো টুকরো হয়ে মাটিতে মিশে যায় 
অথবা ভেসে যায় অনাদরে অকাল বন্যায় 

ঝাঁসির রাণীর বংশধর সর্বহারার মুকুট পরে 
এক গরম চাদর গায়ে আকাশে চেয়ে থাকি 
মেঘ থেকেও বৃষ্টি নামে না 
এখানে মেঘবালিকা ঝরতে পারে না , কেবলই 
হাওয়া ভেসে যেতে যেতে চেয়ে থাকে 
নীরব ধূসর পৃথিবীর দিকে 

রূপকথার অসংখ্য পাখি ডানা ঝাপটাতে ঝাপটাতে
উড়ে যায় বর্ণময় এক সীমাহীন দিগন্তে 
আমি এই দিগন্তকে ধূসর, ধূসর, কেবলই ধূসর 
দেখি কেনতবে কি বর্ণান্ধ আমি

শীতার্ত এই অন্ধকার পৃথিবীতে
আমি কেন এই জলজ্যান্ত চর্মচোখে নারীকে দেখি না --- কোথায় নারীকে দেখি না , কোন নারীকে দেখি না
দেখি তার সজ্জিত শরীর, ভীরু পদক্ষেপ আর অবসন্ন করুণ চাহনি 
তবু দেখি তাকে দলে দলে নারী নারী বলে ডাকে
------------০০০০০-------------

 অনন্য বন্দ্যোপাধ্যায়
লাভপুর, বীরভূম 

No comments:

Post a Comment