Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

শক্তিশঙ্কর সামন্ত



শক্তিশঙ্কর সামন্তর কবিতা 

 

আমারও তো স্বপ্ন ছিল  

 

আমারও তো স্বপ্ন ছিল
নীল আকাশের ডানায় ভেসে
মাখবো গায়ে রামধনু-রঙ,
ইচ্ছেগুলো আঁকড়ে ধরে
ঘর বাঁধবো আপন আলোয়
স্রোতস্বিনীর তীরে বসে,
আমার খুশির মগ্ন দোলায় 
দুলতে দুলতে দোদুল-দুল
কাঁদবো কতো আনন্দেতে।

আমারও তো স্বপ্ন ছিল
কেমন করে নতুন প্রাতে
নিজের মানুষ বুকের মাঝে
আপন করে নেবে আমায়,
যেথায় যতো দুঃখ-স্মৃতি
মর্মরিত ধ্বনি তুলে
উড়ে গিয়ে পল্‌কা হাওয়ায়
পড়বে চাপা নতুন করে
বিশ্বাসেরই শক্ত ভিতে।

আমরও তো স্বপ্ন ছিল
ভালবাসার মানুষগুলো
করবে গ্রহণ নিজের করে
নতুন মা সেতো নিজের মা
আপন মেয়ে ভাববে মনে,
ভালবেসে বকবে কতো
পরক্ষণেই বুকে টেনে
করবে আদর আনন্দেতে
হাসবো আমি সঙ্গোপনে।

আমারও তো স্বপ্ন ছিল
নতুন পিতার ভালবাসায়
মেলবো ডানা খুশি মনে,   
রাখবো খেয়াল সারাক্ষণই
দুঃখ-সুখে পিতার পাশে
কান্না-হাসি ঝরিয়ে দিয়ে
ভালবাসায় বাঁধবো বুক,
শত হাজার খুনসুটিতে
ভরিয়ে দেবো সকল হৃদয়।


আমারও তো স্বপ্ন ছিল
জীবনসাথী থাকবে পাশে
দিন-রাত্তির, বুঝবে আমার
দুঃখগুলো, সুখের দিনেও
আনন্দেতে পাশে বসে
বন্ধু-প্রেমিক হবে সুজন;
সারাদিনই পথের দিকে
থাকবো চেয়ে, ফিরবে যখন
ক্লান্ত হয়ে, হাসি মুখে
করবো গ্রহণ, সে-ও তখন
বুঝবে আমার শূন্যতা সব
ভরিয়ে দেবে ভালবাসায়

আমারও তো স্বপ্ন ছিল
সুখের মাঝেও দুঃখ যদি
থাকে কিছু গভীর গোপন
কাব্যকথায় উজাড় করে
দেবো আমি, পাশে বসে
দেখবে সে-সব জীবনসাথী;
গর্বে আমি উচ্ছসিত
নদীর স্রোতে উথাল পাথাল,
এ-পাড় ভেঙে ও-পাড় গড়ে
আছড়ে পড়ে হৃদয়খানি
কুড়িয়ে নিয়ে আলোকচ্ছটা
জীবন পথের প্রতি বাঁকে।

আমারও তো স্বপ্ন ছিল
চাঁদনি রাতে উঠোন জুড়ে
জোছনাতে ভাসবো দুজন,
বৃষ্টিভেজা মুখর দিনে
সবার সাথে মাতবো আমি
মেলে দেবো মুক্ত হাওয়া;
আমরা দুজন এবং নিজের
সুজন যারা, একসাথেতে
পালতোলা ওই নৌকো নিয়ে
ভাসিয়ে দেবো কলুষ যতো
জমাট হয়ে আছে যেসব
ভবিষ্যতের স্বপ্ন পথে।  

আমারও তো স্বপ্ন ছিল
ভালবাসা পাবো সবার
বাসবো ভালো সব্বাইকে।
       ************

শক্তিশঙ্কর সামন্ত, 
স্মরণিকা, ধাড়সা, কাজিপাড়া                         
জি আই পি কলোনি, হাওড়া-৭১১১১২
সঙ্গভাষ-৮৯০২২২৫১১১

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত