হাজারো বছর ধরে ক্রুশকাঠ পথ হাঁটে
বহ্নি মুখোপাধ্যায়
তোর জন্য মোমবাতি জ্বালেনি শহর,
পড়েনি পোস্টার চোখে, জাগেনি চিৎকার।
অবোধ পাগল মেয়ে-- নারী ছিলি তবু?
বর্জ্যস্তুপে খুঁটেছিলি খাবারের কণা।
পেলি কী না পেলি-
রাতভর যন্ত্রণায় বেওয়ারিশ লাশ হয়ে গেলি!
উন্মাদ ঘাতক হাত তল্লাশি চালিয়ে
কোন হীরে
পেল তোর ছিন্নভিন্ন বুভুক্ষু শরীরে!
হাজারো বছর ধরে ক্রুশকাঠ পথ হাঁটে
দেশে-দেশান্তরে
রোম থেকে পেশোয়ারে, কারবালা প্রান্তরে!
কুমারী মায়ের দুঃখ জানার গরজে
সনাতন ধর্মজ্ঞাণী
জল মাপে,
যেন কত বোঝে!
ক্রুশ কলকাতা ঘোরে, ঘোরে রাজস্হানে,
চুপিসারে অন্দরমহলে
খোঁজে যন্ত্রণার মানে
দেহমন ছিন্ন ক'রে অমোঘ কৌশলে।
জানিনা, মর্গে তোর খোলা ঠোঁট
কখনও কী বলে
-পাপীদের শান্তি দিও, প্রভু?__________০০০০________
No comments:
Post a Comment