Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

তুষার সেনগুপ্ত

উইমেন পাওয়ার

তুষার সেনগুপ্ত


আজকাল  যেকোনো  ক্ষেত্রেই  মেয়েদের  এগিয়ে  যেতে  দেখলে  কেমন  যেন  ভেতর  থেকে  একটা  অন্যরকম ভালোলাগা   অনুভব  করে  সৌম্য ।  সেদিন  মৌমিতার  মুখে  যখন ওপরের  ফ্ল্যাটের  শুভময় বাবুর  ছোট  মেয়ের   বোর্ড  এক্সামে  টপার  হওয়ার  খবরটা  শুনল  নিজের  অজান্তেই  ওর  চোখ  চলে  গেল  ডিভানে  ঘুমন্ত  ছোট্ট  ঝিলিকের  দিকে ।  বছর তিনেকের    ঝিলিক  সবে  প্লেস্কুলে  যাচ্ছে ।  ওকে  নিয়ে  মৌমিতার   এখন থেকেই  অনেক  স্বপ্ন ।  মৌমিতার ও  ইচ্ছে  ছিল  গ্রাজুয়েশনের   পর  মাস্টার্সটাও  করবে ।  স্কুলে  পড়ানোর   ইচ্ছেটা  ওর  ছোটবেলা  থেকেই ।  কিন্তু  কলেজে   পড়তে  পড়তেই  বড়  জ্যেঠু  মারফত  সম্বন্ধটা  এসে  গেল ।  ফাইনাল  সেমেষ্টারের   পরেই  ছাদনাতলায় ।  মেধাবী  ছাত্র  সৌম্য । ক্যাম্পাস  ইন্টারভ্যুতেই  বছরে  আট  লাখের  চাকরি ।  মৌমিতার  বাবা  অবনীবাবু  তাই  আর  দেরি  করতে  চাননি ।  ছেলের  বাড়ির  দাবিদাওয়া   যদিও  একটু  বেশিই  ছিল ।  কিন্তু অবনীবাবুরও   তো আর পয়সার  অভাব  নেই ।  কাস্টমসের  চাকরিতে   পয়সা  কামিয়েছেন   দু'হাতে ।  একমাত্র মেয়ের  বিয়েতে  দশ-বারো  ভরির  গহনা  দেবেন  ভেবেই  রেখেছিলেন    ডিভান , হোম  থিয়েটার  আর  অন্তত:  একটা  অল্টোর  কথাও  ভাবা  ছিল ।  কিন্তু  ক্যাশ  পাঁচ লাখটা  শেষ  পর্যন্ত  একটু  চাপ  হয়ে  গেছিল ।  যাই  হোক, অবনীবাবু   ভেবে  দেখলেন  ছেলেকে  মানুষ  করতে  বেয়াই  মশাইয়ের  মেলা  পয়সা  খসেছে ।  দুধেল  গাই ,  মানে  ওই উচ্চ  বেতনের  ছেলের  বাপের   এটুকু  দাবী  মেনে  নেওয়াই  যায় ।  সুতরাং  লেন-দেনের  হিসেব  মিলে  যেতেই  চার হাত  এক ।  

কলেজ  লাইফ  থেকেই  সৌম্য  খেলা  পাগল ।  আরও  পরিষ্কার   করে  বললে   ফুটবল  পাগল ।  রাত  জেগে  ইপিএল  আর  লা-লিগা র  খেলা  দেখাটাও  সিগারেটের   মতই  ওর  আরেক  নেশা । এখন  অলিম্পিক   চলছে  একে  একে  অভিনব  বিন্দ্রা  আর  সাইনা  নেহওয়ালে  আশাভঙ্গ  হতে  না  হতেই  নড়েচড়ে   বসল  দীপার  পারফরমেন্সে      কিন্তু সেখানেও  একটুর  জন্যে  হাতছাড়া   পদক ।  মনে  মনে  সৌম্য  যখন  এক  রকম  সিদ্ধান্ত  নিয়েই  ফেলেছে  যে  ও আর  রাত  জেগে  খেলা  দেখে  সময়  নষ্ট  করবে  না,  ঠিক  সেই  মুহূর্তেই  ব্যাটনটা  হাতে  তুলে  নিলো  ভারতের  প্রমীলা  বাহিনী ।  প্রথমেই  নাম  না  জানা  সাকশি  মালিকের   ব্রোঞ্জ  মেডেল  এবং  সেই  রেশ  কাটতে  না  কাটতেই   সিন্ধুর  রূপো    খেলা  পাগল  সৌম্য   ভারতীয়  প্রমীলা  বাহিনীর  সাফল্যে  গর্বিত  হয়ে  ফেসবুকে  হ্যাচট্যাগ   সহযোগে  স্ট্যাটাস   দিল  "#ফিলিং_প্রাউড_উইমেন_পাওয়ার "

সৌম্য  মৌমিতার  ডিনার  শেষ ।  ঝিলিক  ঘুমিয়ে  কাদা ।  বাইরে  অঝোর  ধারায়  বৃষ্টি  পরছে ।  তরলপ্রিয়  পাবলিক  যেটাকে  আবগারি  আর  বর্ষাবিলাসিরা  রোমান্টিক  ওয়েদার  বলে  আজ ওয়েদারটা  ঠিক সেই  রকমই ।  তাছাড়া  আজ  সৌম্যর  মনটাও  খুশিতে  ভরে  আছে ।  মৌমিতা  রোজকার  রুটিন  মতই  ড্রেসিং  টেবিলের   সামনে  টুলে  বসে  মুখে  ক্রীম  ঘষছে ।  সৌম্য  একটু  ঝুঁকে  পেছন  থেকে  মৌমিতাকে  জাপটে   ধরে  ওর  কাঁধে   থুতনিটা  রেখে  রোমান্টিক   স্বরে  বলল ,

- “সিন্ধু  তো  রেডি  এবার  একটা  মেসি-রোনাল্ডো   কিম্বা  নিদেন  পক্ষে  একটা  বাইচুংও   যদি.......”

মুখে   ক্রীম  ঘসতে  ঘসতেই  আয়নায়  সৌম্যর  চোখে  চোখ  রেখে ,  ঠোঁটে  এক  চিলতে  অদ্ভুত  রহস্যময়  হাসি  ঝুলিয়ে  মৌমিতা  উত্তর  দিল ?

"সিন্ধুতে   শুধুই  খরচা ,  বংশ  রক্ষায়  বাইচুং উইমেন  পাওয়ার হ্যাচট্যাগ  "

বলেই  মুখে  ক্রীম  ঘষায়  ব্যস্ত   হয়ে  যায়  মৌমিতা ।  সৌম্য  আবার  টিভিটা  অন  করল ।  খবরের  চ্যানেলে   তখন   প্রধানমন্ত্রী র বাইট - “বেটি  বাঁচাও "  বাইরে  বৃষ্টির  তেজটা  যেন  আরও  বেড়ে  গেল।।
 ----------------------০০০০---------------------
তুষার সেনগুপ্ত
পারাদ্বীপ, ওড়িশা


মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত