Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

তুষার সেনগুপ্ত

উইমেন পাওয়ার

তুষার সেনগুপ্ত


আজকাল  যেকোনো  ক্ষেত্রেই  মেয়েদের  এগিয়ে  যেতে  দেখলে  কেমন  যেন  ভেতর  থেকে  একটা  অন্যরকম ভালোলাগা   অনুভব  করে  সৌম্য ।  সেদিন  মৌমিতার  মুখে  যখন ওপরের  ফ্ল্যাটের  শুভময় বাবুর  ছোট  মেয়ের   বোর্ড  এক্সামে  টপার  হওয়ার  খবরটা  শুনল  নিজের  অজান্তেই  ওর  চোখ  চলে  গেল  ডিভানে  ঘুমন্ত  ছোট্ট  ঝিলিকের  দিকে ।  বছর তিনেকের    ঝিলিক  সবে  প্লেস্কুলে  যাচ্ছে ।  ওকে  নিয়ে  মৌমিতার   এখন থেকেই  অনেক  স্বপ্ন ।  মৌমিতার ও  ইচ্ছে  ছিল  গ্রাজুয়েশনের   পর  মাস্টার্সটাও  করবে ।  স্কুলে  পড়ানোর   ইচ্ছেটা  ওর  ছোটবেলা  থেকেই ।  কিন্তু  কলেজে   পড়তে  পড়তেই  বড়  জ্যেঠু  মারফত  সম্বন্ধটা  এসে  গেল ।  ফাইনাল  সেমেষ্টারের   পরেই  ছাদনাতলায় ।  মেধাবী  ছাত্র  সৌম্য । ক্যাম্পাস  ইন্টারভ্যুতেই  বছরে  আট  লাখের  চাকরি ।  মৌমিতার  বাবা  অবনীবাবু  তাই  আর  দেরি  করতে  চাননি ।  ছেলের  বাড়ির  দাবিদাওয়া   যদিও  একটু  বেশিই  ছিল ।  কিন্তু অবনীবাবুরও   তো আর পয়সার  অভাব  নেই ।  কাস্টমসের  চাকরিতে   পয়সা  কামিয়েছেন   দু'হাতে ।  একমাত্র মেয়ের  বিয়েতে  দশ-বারো  ভরির  গহনা  দেবেন  ভেবেই  রেখেছিলেন    ডিভান , হোম  থিয়েটার  আর  অন্তত:  একটা  অল্টোর  কথাও  ভাবা  ছিল ।  কিন্তু  ক্যাশ  পাঁচ লাখটা  শেষ  পর্যন্ত  একটু  চাপ  হয়ে  গেছিল ।  যাই  হোক, অবনীবাবু   ভেবে  দেখলেন  ছেলেকে  মানুষ  করতে  বেয়াই  মশাইয়ের  মেলা  পয়সা  খসেছে ।  দুধেল  গাই ,  মানে  ওই উচ্চ  বেতনের  ছেলের  বাপের   এটুকু  দাবী  মেনে  নেওয়াই  যায় ।  সুতরাং  লেন-দেনের  হিসেব  মিলে  যেতেই  চার হাত  এক ।  

কলেজ  লাইফ  থেকেই  সৌম্য  খেলা  পাগল ।  আরও  পরিষ্কার   করে  বললে   ফুটবল  পাগল ।  রাত  জেগে  ইপিএল  আর  লা-লিগা র  খেলা  দেখাটাও  সিগারেটের   মতই  ওর  আরেক  নেশা । এখন  অলিম্পিক   চলছে  একে  একে  অভিনব  বিন্দ্রা  আর  সাইনা  নেহওয়ালে  আশাভঙ্গ  হতে  না  হতেই  নড়েচড়ে   বসল  দীপার  পারফরমেন্সে      কিন্তু সেখানেও  একটুর  জন্যে  হাতছাড়া   পদক ।  মনে  মনে  সৌম্য  যখন  এক  রকম  সিদ্ধান্ত  নিয়েই  ফেলেছে  যে  ও আর  রাত  জেগে  খেলা  দেখে  সময়  নষ্ট  করবে  না,  ঠিক  সেই  মুহূর্তেই  ব্যাটনটা  হাতে  তুলে  নিলো  ভারতের  প্রমীলা  বাহিনী ।  প্রথমেই  নাম  না  জানা  সাকশি  মালিকের   ব্রোঞ্জ  মেডেল  এবং  সেই  রেশ  কাটতে  না  কাটতেই   সিন্ধুর  রূপো    খেলা  পাগল  সৌম্য   ভারতীয়  প্রমীলা  বাহিনীর  সাফল্যে  গর্বিত  হয়ে  ফেসবুকে  হ্যাচট্যাগ   সহযোগে  স্ট্যাটাস   দিল  "#ফিলিং_প্রাউড_উইমেন_পাওয়ার "

সৌম্য  মৌমিতার  ডিনার  শেষ ।  ঝিলিক  ঘুমিয়ে  কাদা ।  বাইরে  অঝোর  ধারায়  বৃষ্টি  পরছে ।  তরলপ্রিয়  পাবলিক  যেটাকে  আবগারি  আর  বর্ষাবিলাসিরা  রোমান্টিক  ওয়েদার  বলে  আজ ওয়েদারটা  ঠিক সেই  রকমই ।  তাছাড়া  আজ  সৌম্যর  মনটাও  খুশিতে  ভরে  আছে ।  মৌমিতা  রোজকার  রুটিন  মতই  ড্রেসিং  টেবিলের   সামনে  টুলে  বসে  মুখে  ক্রীম  ঘষছে ।  সৌম্য  একটু  ঝুঁকে  পেছন  থেকে  মৌমিতাকে  জাপটে   ধরে  ওর  কাঁধে   থুতনিটা  রেখে  রোমান্টিক   স্বরে  বলল ,

- “সিন্ধু  তো  রেডি  এবার  একটা  মেসি-রোনাল্ডো   কিম্বা  নিদেন  পক্ষে  একটা  বাইচুংও   যদি.......”

মুখে   ক্রীম  ঘসতে  ঘসতেই  আয়নায়  সৌম্যর  চোখে  চোখ  রেখে ,  ঠোঁটে  এক  চিলতে  অদ্ভুত  রহস্যময়  হাসি  ঝুলিয়ে  মৌমিতা  উত্তর  দিল ?

"সিন্ধুতে   শুধুই  খরচা ,  বংশ  রক্ষায়  বাইচুং উইমেন  পাওয়ার হ্যাচট্যাগ  "

বলেই  মুখে  ক্রীম  ঘষায়  ব্যস্ত   হয়ে  যায়  মৌমিতা ।  সৌম্য  আবার  টিভিটা  অন  করল ।  খবরের  চ্যানেলে   তখন   প্রধানমন্ত্রী র বাইট - “বেটি  বাঁচাও "  বাইরে  বৃষ্টির  তেজটা  যেন  আরও  বেড়ে  গেল।।
 ----------------------০০০০---------------------
তুষার সেনগুপ্ত
পারাদ্বীপ, ওড়িশা


মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল