Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

উপমা কুন্ডু



উপমা কুন্ডুর কবিতা 

 

দামিনী!

 

 












কিছু অগোছালো মন, উলুভুলু চুল...
পারেনা বাঁধতে ঘর...গোছাতে বাড়ি
জীর্ণ চিলেকোঠা  রোদ, আনমনা ঝুল...
পারেনা খুলতে বন্ধ দোর... লাগানো চাবি...
কথা দিতে পারে খালি,
যুগ যুগ  ধরে, থাকবে সে সাথী....।
যারা হারাবার সাগরে তলিয়ে হয়েছে বেবাগী..,.
যাদের দুনিয়া কেড়েছে নিয়তি....,
তাদের নতুন নিবাস গড়তে সে হয়েছে রাজি।
যাদের মন কারাগারে, ভরপুর ঠকবাজি,
সেসব মনে তালা ঝোলাতে,
তার অগুন্তি কারসাজি........।
দাপর ত্রেতা পেরিয়ে এসে,
কলিতেও যারা ভাঙছে মন!
করছে যারা বিশ্বাসের অবনমন!
সেসব হিসেব মেটাতে গেলে...
মশাল হাতে চাই আগুন!!!
পরলোকে ভরসা রেখে আর চাইনা!
অশ্রুনদীর ভাঙন।
একবার চোখ মেলে দেখ ছুড়ি!!!!!!!
কতবার কতজনে, ধরেছে তোর চুলের মুটি!!!
কতবার প্রেমের রোমাঞ্চকর আখ্যানে,
হয়েছিস সর্বশান্ত!....কত কুক্ষণ এ....!
আর তারপর!!!!
নিষ্ঠুর নিয়তির অচিন পরিহাস বলে,
মনের দামাল হাওয়াকে পাগড়ী পরিয়েছিস....
বুঝিয়েছিস!!...
"জমেছে গভীর এ যত... সবই সময়ের ক্ষত"!!!
অনেক তো হল!!!
চোখের জলে জলন্ত মনে বারি বর্ষণ!!!
ওঠ রে ছুঁড়ি!ওঠ এবারই!!
ধর হাতে তরবারি....
রক্ত পিপাসু যারা!!! এবার,,,
তাদের রক্ত ঝরার পালা.....।
কিন্তু!!!!!,,,,,,
এই দুর্নিবার কর্মদক্ষতা আছে কার???
কে হবে বিপদ সংহারী???
সে এসেছে.....,
সভ্যতার আচ্ছাদনে কলুষিত প্রানেরবিনাশকারী!
অসুর নিধনে সে প্রস্তুত!!
এখন ও পারলে না তাকে চিনতে!
সেতো তোমাদের ই ঘরের মেয়ে..!!!
রোজ যাকে  দুমড়িয়ে মুচড়িয়ে,
পিষে যেতে হয় ভালোবাসার বাতাবরণ এ....
রোজ যে মেয়ে স্বপ্ন দেখে  নতুন করে বাঁচার....
আর, তারপর ই  তার সামনে থাকা দর্পণ,
তাকে চোখে আঙুল দিয়ে চেনায়....!
যে সে কলঙ্কিনী ....!!!!
তার বিশ্বাস!....তার নিঃস্বার্থ ভালোবাসা!
আজ তাকে ছেঁড়া তাস বানিয়েছে....
হ্যা...! তোমার ঘরের সেই বোকা মেয়েটাই,
হবে এযুগ এর বিজয়িনী!!
যাদের জন্য তোমাদের ব্যবহারকারী বিশেষন হল "দুর্বল"
যাদের চিৎকার এ তোমরা গর্জিয়ে উঠে বল "বর্বর"
কে বলতে পারে আজ সে হবে না নির্ভয়া দামিনী!!! 
------------------------------------
                                                    উপমা কুন্ডু
বহরমপুর, মুর্শিদাবাদ                                   

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল