Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়



দুঃসাহসিক

শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়

            অনেকে ফোনেই নানা রকম বিদঘুটে প্রস্তাব রাখে বোল্‌ড দৃশ্য, বোল্‌ড পোষাক এবং প্রযোজক পরিচালকের সঙ্গে বোল্‌ড সম্পর্ক। কত রকম টোপ। আনকরা নতুন মুখকেও লাখ লাখ টাকা দেওয়া হবে যদি সংস্কার ত্যাগ করে তারা দুঃসাহসী হয়। কেউ বা রাত পোষাক দিয়ে কথা শুরু করে ক্রমশ ডিজাইনার অন্তর্বাস, অর্ধনগ্নতা শেষে প্রায় পুরোপুরি উন্মোচনের দাবি জানায়। অডিশন ফি ওয়ার্কশপের নামে টাকা ঢালতে না চাইলে সাহসী হতেই হবে। তবে নতুন স্বপ্নসন্ধানীরা টাকা সাহসিকতা দুটোই বিনিয়োগে প্রস্তুত থাকবে, সেটাই প্রত্যাশিত। এই বিজ্ঞাপণটা দেখে নিজের ছবি ইমেইলে পাঠিয়ে অনেকেই অডিশনের ডাক পেয়েছে সাহসিকতার সীমা কদ্দুর সে প্রশ্নের সম্মুখীন না হয়েই।
            অডিশনের বদলে সাক্ষাৎকার নেওয়া হল। এখানেও দুঃসাহসিকতার জয়। অভিনেত্রী মডেল হিসাবে মরিয়া কিছু তরুণী জানে তাদের প্রতিভা সৌন্দর্যের কদর পেতে হলে বোল্‌ডনেস দেখাতেই হবে। চেহারায় তেমন চেকনাই নেই, তেমন কয়েকজন সাহস দেখাতে রাজি হলেও পরে যোগাযোগ করা হবে শুনে হতাশ মুখে ফিরছে। তাদের জন্য হয়তো আরও রগরগে প্রস্তাব আসবে।
            পরীক্ষায় ডাঁহা ফেল প্রার্থীর সংখ্যাও কম নয়। তাদের মধ্যে এক কুর্তি সালোয়ার পরা সুন্দরী গজ্‌গজ্ করছে, আগে-ভাগে ফোনেই বলে দিতে পারত কী দরকার। এখানে ধকল খরচ করে এসে যদি এইসব উল্টোপাল্টা কথা শুনতে হয়। যাদের উদাহরণ দিচ্ছে তারা আগে অভিনেত্রী হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। দাম করে দুঃসাহসী হয়নি। রাজি নই জেনেও কেবল ইনসিস্ট করে যাচ্ছিল!
            হঠাৎ শোরগোল শোনা গেল; পাশের ফ্ল্যাটের চার তলায় আগুন। একটা কোচিং সেন্টারে কতগুলো বাচ্চা আটকে পড়েছে। শিক্ষিকারা জানলা দিয়ে মখ বাড়িয়ে চিৎকার করে সাহায্য চাইছে। সিঁড়ির পথ বেকার, কারণ আগুটা দরজার কাছেই মেইন সুইচে লেগেছে। কুর্তি-সালোয়ার খানিকক্ষণ ওপরের দিকে তাকিয়ে নিজের ওড়নাটা ফেলে জলের পাইপ বেয়ে ওপরে উঠতে লাগল। মাঝে মাঝে জানলার ছারজা আর ব্যালকনির গ্রিল ধরে বিপজ্জনক ভাবে পৌঁছে গেল ধুঁয়ো বেরোনো জানলায়। চীৎকার করে সাহায্য চাইল। কয়েজন যুবক কোথা থেকে মই যোগাড় করে আনল। অডিশনে বাতিল মেয়েটি জানলা দিয়ে একের পর এক শিশুদের বার করে মইবাহীদের হাতে দিতে লাগল। বাকি বাতিলদের কেউ কেউ তাদের ধরে নিল। দিদিমণিরাও শেষ পর্যন্ত রক্ষা পেলেন যদিও তাঁরা তাপে ঝলসে আর ধোঁয়ায় গুরুতর অসুস্থ। পাড়ার ছেলেরা বাতিল মেয়েগুলির দল হাসপাতালে নিয়ে চলল কুচোকাচা দিদিমণিদের। টঙে চড়ে বসা মেয়েটাও ধুঁয়োর জ্বালায় চোখ নাক মুছতে মুছতে কোনওক্রমে নেমে বলল, ভাগ্যিস সিন্থেটিক শাড়িটার বদলে সূতীর সালোয়ার-কামিজ  পরে এসেছি।
            পাশের ফ্ল্যাটে তখনও সাহসিকতার পরীক্ষা দেওয়া নেওয়া চলেছে।

------------------------------------------------------------------------------------------------
Sriparna Bandyopadhyay
Flat 3A, Jagadish Apartment, 26 J. K. Chatterjee Road
Sodepur, Kolkata 700110

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল