নীতা কবি। - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

নীতা কবি।



কন‍্যা সন্তান

নীতা কবি।


মাগো, কন্যা সন্তান অবাঞ্চিত কেন?
কন্যা সন্তানকেও যেন সন্তান জেনো।
পুত্র সন্তানের মতো কন্যা সন্তানও তো
ঈশ্বরের সৃষ্টি,
তাহলে দুজনের জন্য কেন দুরকম দৃষ্টি?

সূর্য দেব যুগলকেই তাপ দেন
চন্দ্র দেবও দুজনকেই জোছনা দেন,
নদীর কুলু কুলু তানে সুর জাগে
যুগলেরই মনে,
কিন্তু মানুষ কেন ভালবাসতে পারে না
আপনার জনে?

কেন তারা সমাজের ভোগ‍্য বস্তু হবে
কেন তারা লাঞ্ছিত হবে
পুরুষের হাতে?

মাগো, পুরুষ বিলাসী
আর নারী পৃথিবীর দুঃখের ভার 
বইতে পারে অনেক বেশি।
অনেক সয়েছো নারী, আর নয়
এবার জাগো, রনরঙ্গিনী হয়ে
জেগে ওঠো
ছিনিয়ে নাও তোমার ন‍্যায‍্য অধিকার।

No comments:

Post a Comment