হরিৎ বন্দ্যোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

হরিৎ বন্দ্যোপাধ্যায়



আজকের তুমি

---------------------

হরিৎ বন্দ্যোপাধ্যায়



" কেমন আছো দিতি ? " ----- বলতেই উঠে এলো
সুদিন, অবিনের মা ----- আমার কবিতার আধার
এখন ৮বি বাসস্ট্যান্ডে ফাগুনের রোদে দাঁড়িয়ে 
আমি ওদের পাড়া ছেড়ে চলে যাবার পর
দুপুরগুলোকে আজ আর ঠিক চিনতে পারে না
গৌড়প্রাঙ্গণে আমিই ওকে শেষবার আবির দিই 
তারপর কতদিন আর দোলে শান্তিনিকেতন যায় না
শীতের দুপুরে কোনো নির্জন স্টেশনে বসতে 
আজ আর মনের থেকে ঠিক জোর পায় না
কতদিন নদীকে বলে নি, " তুমি আমার বোন
এসো, কষ্ট কষ্ট কথায় আমরা ভেসে যাই ......"

কেমন আছো মানে শরীর পেরিয়ে আরও অনেক কিছু
মনের সঙ্গে জুড়ে থাকা হাজার ডালপালা
পর পর সারি দিয়ে দাঁড়িয়ে থাকে আজকের তুমি

                        ********************

হরিৎ বন্দ্যোপাধ্যায়
ময়নাডাঙা ( আশ্রয় আপার্টমেন্ট )
পোঃ ----- চুঁচুড়া. আর. এস.
জেলা ---- হুগলী

No comments:

Post a Comment