শেফালি সর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

শেফালি সর

কন্যা সন্তান আজো অবাঞ্ছিত 

শেফালি সর


ব‍্যক্তিগত জীবনে নারীর অবস্থান হোলো --নারী আজ বড় অসহায় পরাধীন সমাজ সংসারে। স্বাধীনতার এত বছর পরও অধিকাংশ পিতা মাতার নিকট কন্যা সন্তান আজো অবাঞ্ছিত। শুধু মাত্র মধ‍্যযুগীয় বর্বরতার হাত থেকে মুক্তি পেলেও তার রূপ বদলে উচ্চ শিক্ষিতা মর্যাদায় আসীন নারী আজ পুরুষের অত‍্যাচারের শিকার।আজো কেন ঘরে বাইরে নারীকে চোখ রাঙানি সহ‍্য করতে হয়-প্রশ্ন জাগে কোন অপরাধে? অথচ সমাজ তথা পৃথিবীতে যত সুন্দর ও কল‍্যাণকর কাজ হয়েছে তার অর্ধেক নারী করেছে বাকী অর্ধেক নর। মনুষ্য-সমাজ আকাশে পুরুষ যদি সূর্য হয় তবে নারী হল চন্দ্র।উভয়ে একে অপরের পরিপূরক। সমানাধিকারের ভিত্তিতে বলি-, নারী অর্ধেক আকাশ। তবু ও যদি নারীর উপর পুরুষের অত্যাচারের হাত ওঠে তাহলে সাম‍্যবাদী কবি কাজী নজরুলের কথায় ভবিষ্যৎ বাণী করি-"নর যদি রাখে নারী কে বন্দী, তবে এরপর যুগে আপনারি রচা ঐ কারাগারে পুরুষ মরিবে ভুগে!"
----------------------------------0000--------------------------------------------                                  
শেফালি সর,  জনাদারি,  গোপীনাথপুর,  পূর্ব মেদিনীপুর।

No comments:

Post a Comment