অভিষেক মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

অভিষেক মিত্র


অভিষেক মিত্রের দুটি কবিতা


 তোমায় ভুলিনি

এইতো সেদিন বাসের ভীতর,
তোমায় ছেঁড়ার ক্ষত,
একটা দেখি ষোলো বছর,
ফ্রন্ট পেজেতে ফটো।
এদিক ওদিক কথার মাঝে
তোমার কথা এলে,
চেঁচিয়ে বলি হেন কারেগা,
ওই ব্যাটাদের পেলে।
ফেরার পথে ট্রেনেই দেখি
দাড়িয়ে তুমি সাথে,
আলতো করে পিঠ ছুঁয়ে দি,
ভিড়ের অজুহাতে।

দিনের শেষে কাজের ফাঁকে
একটু সময় পেলে,
তোমার জন্য প্রতিবাদী,
মোমবাতিটা জ্বেলে।

 তোমার দিনলিপি
      
আজকে হলের কর্নারে সিট,
কালকে লেকের ধারে,
আবার তুমি ময়লা হলে,
আবার কারাগারে।

আবার তুমি বিক্রি হবে,
অল্প কিছু দাম,
আজকে দিল্লিকালকে ঢাকা,
সুখের সরঞ্জাম।

আবার তোমায় পুড়িয়ে দেবে,
পণ না পাওয়ার দুখে,
আজকে টানবে ঝোপের ভীতর,
কালকে অ্যাসিড মুখে।

রাতটা নেবে পয়সা দিয়ে,
নয় তো গায়ের জোরে,
কেউবা মারবে ভ্রুনের ভেতর,
কেউবা একটু পরে।

কালকে রাতের নেশার ঘোরে,
ভালোবাসার চোট,
আজকে আবার নতুন সকাল,
পুরনো হাসির ঠোঁট।




অভিষেক মিত্র
(সম্পাদক - অযোগবাহ সাহিত্য পত্রিকা, ঋতুযান সাহিত্য পত্রিকা) 

No comments:

Post a Comment