Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

তনিমা হাজরা




বিপন্নতা

তনিমা হাজরা


সোহিনী আমার বন্ধু অভিরূপ এর ছয় বছরের মেয়ে। আজ দেখা করতে এলাম অভিরূপের বাড়িতে।  গত পরশু দেশে ফিরেছি উইন্টার ভেকেসানে। থাকব একমাস।

 প্রতিবছরই এই সময়টায় দেশে আসি। আমার স্ত্রী রুষা মারা যাবার পর ছেলের আমার আমার দুইবন্ধুর  বেশ বাউণ্ডুলে  নির্লিপ্ত সংসার। আমার শিক্ষকতা, দুজনের পড়াশোনা আর বিভিন্ন জায়গায় ভ্রমণ নিয়ে দিব্যি আছি। এবার দেশে এসে ঋজুকে নিয়ে রাজস্থানটা ঘোরার প্ল্যান। ইতিহাসে ওর খুব আগ্রহ।

অভিরূপ আর মিলি দুজনেই আমার কলেজ ফ্রেন্ড। ওদের লেট ম্যারেজ। তাই ওর মেয়ে আমার ছেলের থেকে বেশ অনেকটাই ছোট।

প্রাথমিক  চা-পানের পর  সোহিনীকে আদর করে ডেকে পাশে বসাই। মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করি, তাপ্পর কুইনকেমন চলছে তোমার স্কুল, পড়াশোনা?

 ব্যাগ থেকে চকোলেটের বাক্সটা বের করে ওর হাতে দিই। চকিতে চকোলেটের বাক্সটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে আর্তনাদ করে ওঠে ছয় বছরের শিশুটি।

আমাদের সবাইকে বিস্ময়ে হতবাক  করে দিয়ে, নিজের প্যান্ট টেনে খুলে ফেলে সবার সামনে।

নিজের যৌনাঙ্গ সবাইকে দেখিয়ে বলে, আমার চকোলেট চাই না কাকুমণি। এই দেখো কি দেখবে। তুমি শুধু আঙ্গুল, পেন্সিল বা ছুঁচ ঢুকিয়ে ব্যথা দিও না আমায়। খুব খুব লাগে।

সারা ঘরে শ্মশানের স্তব্ধতা।  ওকে উঠে গিয়ে বাধা দেবার জোর ও নেই বোধ হয় মিলির হাতে পায়ে। একটি ছয় বছরের শিশুকে  কোন খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে আমাদের সমাজ। 

অভিরূপ স্তব্ধতা ভাঙ্গে। বলেচারিদিকে যা সব সাংঘাতিক ঘটনা ঘটছেমেয়েটার ওপর যে এভাবে এফেক্ট হয়েছে বুঝতেই পারিনি রে।

মিলি ছলছল চোখে  এগিয়ে এসে সোহিনীর প্যান্টটা  পরিয়ে দেয়। ওকে কোলে নিয়ে পাশের ঘরে চলে যায়।

এবার মুখ খোলে আমার আঠেরো বছরের ছেলে ঋজু।

বেশ দৃঢ় এবং দৃপ্ত কন্ঠে বলে, মনে হচ্ছে এসব নতুন শুনছ তোমরাবাবার কাছেই তো শুনেছি আগেকার দিনে তোমাদের ইন্ডিয়ায় সব চার- পাঁচ বছরের মেয়েদের সাথে বুড়ো বুড়ো লোকেদের বিয়ে দেওয়া হত। তা সেইসব হাসবেন্ডরা ওদের ওয়াইফদের শরীর ভোগ করতো নাশিশু বলে কি হাতে মোয়া দিয়ে ছেড়ে দিতো? সেটা অবশ্য তোমাদের মতে লিগ্যাল।  কারণ বিয়ে হয়ে গেলেই একটি মেয়ের শরীরের ওপর তার স্বামীর দাবী ন্যায়ত।  আর অন্য কাউকে নারী টি যদি ভালবেসে শরীর দেয় তখন তোমরা তার গায়ে থুতু দেবার জন্য রেডি হয়ে বসে আছো।

আসলে কি জানো তো, এইসব চাইল্ড এ্যাবিউস ট্যাবিউস চিরকাল ছিলএসব  নতুন কিছু জিনিস নয়এতদিন ওদের গলার সাউন্ডটা মিউট করা ছিল, এখন শুধু ওদের গলার আওয়াজটা শোনা যাচ্ছে।।

এই চিৎকার, এই সম্মিলিত গর্জন একদিন ঠিক দুর্বৃত্তদের ধংসের পরোয়ানা লিখবে।।।।
 ===========================================




আমার ঠিকানা
Tanima Hazra
Golepark co-op housing society ltd
Flat no -4-g-b2,
 49b gobindapur rd
kolkata-45

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩