ইরা দোলুই - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

ইরা দোলুই



ঝুপড়ির রাধা 

 *******ইরা দোলুই *******

 

বিষন্ন বাতাসে কান্নার মতো 
টুপটাপ খসে পড়ে কদম্বপাতা।
কতকাল কৃষ্ণের বাঁশি বাজেনি
"রাধা রাধা "বলে।
কদম্বের ফুলে ফুলে তাই 
দুঃখ গাঢ় হয়ে আছে।
ঐগাছের পদতলে বেমানান ঝুপড়িগুলো
ধোঁয়ার কার্বনে ঢেকে দেয় 
সব ডালপালা।
পেট বড় বালাই
ঝুপড়ির রাধা জল ভরা চোখে 
অপেক্ষা করে
কখন বাঁশি "রাধা রাধা "-বলে ডাকবে!
রাত গাঢ় হলে মোহন বাঁশির টানে
ঝুপড়ির রাধা আসে কদম্বের তলে
পেট আর মনের দ্বৈরথ সংগ্রামে।।
 ---------------------------

No comments:

Post a Comment