তৈমুর খান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

তৈমুর খান


তৈমুর খানের কবিতা

নারীদের কথা 
 

সব নারীরাই কাছে ডাকছে
আমি যেতে পারি না
আমার সব ইচ্ছা জল হয়ে যায়

শস্যচাষ চলতে থাকে
এইমাঠে আমিই কৃষক
আমাকে চেনে না কেউ
জল গড়ায় , জল গড়ায়
জল অবিশ্বাস

অবিশ্বাস সাপ হয়ে আসে
কিছু কিছু ছোবল রক্ত ঝরায়
বিষও থাকে
বিষও একদিন জল হয়ে চোখে নামে

সব নারীরাই তরুলতা
ফুল ফোটায়
হাসে
ইশারায় কথা বলতে থাকে
তৈমুর খান, রামরামপুর (শান্তিপাড়া), রামপুরহাট, বীরভূম, পিন কোড ৭৩১২২৪, পশ্চিমবঙ্গ, ভারত 

________________
সব নারীরাই কাছে ডাকছে
আমি যেতে পারি না
আমার সব ইচ্ছা জল হয়ে যায়

শস্যচাষ চলতে থাকে
এইমাঠে আমিই কৃষক
আমাকে চেনে না কেউ
জল গড়ায় , জল গড়ায়
জল অবিশ্বাস

অবিশ্বাস সাপ হয়ে আসে 
কিছু কিছু ছোবল রক্ত ঝরায়
বিষও থাকে
বিষও একদিন জল হয়ে চোখে নামে

সব নারীরাই তরুলতা
ফুল ফোটায়
হাসে
ইশারায় কথা বলতে থাকে 
--------০০০--------


তৈমুর খান, রামরামপুর, রামপুরহাট, বীরভূম

No comments:

Post a Comment