শুভঙ্কর চট্টোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

শুভঙ্কর চট্টোপাধ্যায়



সহবাস


শুভঙ্কর চট্টোপাধ্যায়


আমি কোনো ঘাস নই,        
বেপরোয়া পাখি,
যতক্ষণ ভাল লাগে
একসঙ্গে থাকি
ঘাস ভেবে ভুল করো
পিষে দিতে চাও,
আমার যে ডানা আছে
ভোলো সে কথাও,
জাপটে ধরতে যাও,
উড়ে যাই আমি
হাতে থাকে ভিজে কাঠ,
তোমার বোকামি

কাঠ,শুধু ভিজে কাঠ,
কান্নায় নারী -
মন নেই,পড়ে আছে
দেহবল্লরী
শরীর মন্থন করো,
মাটিতে মেশাও
আমাকে আকাশ ডাকে
গাও,পাখি গাও

আমার ডানায় কতো
আগুনের ভোর --
কত রাত জেগে কাটে
রাখো নি খবর,
রেখেছো মাটিতে মুখ
ঘাস ভেবে ছিঁড়ে
খুঁজতে চেয়েছো সুখ
দেহের গভীরে

সুখ,আহা সুখ
কত অমল তিয়াস,
আকাশের বুকে কিছু
উড়ে যাওয়া ঘাস --
ঘাস হয়ে পাখি খোঁজে
আকাশের বুক
আদরে হৃদয় বাঁধো
খুঁজে পাবে সুখ

No comments:

Post a Comment