পায়েল ঘোষাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

পায়েল ঘোষাল



কয়েক টা ঘন্টা 

        -পায়েল ঘোষাল 


যদিও শুরুটা এখানে নয় , তবে হ্যাঁ এর শেষ টা আমিও করলাম
খুব অহংকার হচ্ছিল আমার এতো বড়ো পৃথিবী তে এতো সুন্দর একটা পরিবার জন্মাতে যাচ্ছি। আমার কপাল এর কথা ভেবে সবাই চোখ কপালে তুলেছিল সবার ধারণা জন্মে থেকেই আমি হবো সবার মধ্যমনি

12.09.2008
  12:20 pm

একটা অন্ধকার কূপ থেকে আমি বেরোলাম হঠাৎ অনেক আলোর মুখো মুখী হয়ে অবুঝের মতো কান্না জুড়ে দিয়েছিলাম আমার মা কে আমি দেখতে পাবো এর আনন্দ টা ছিলো অন্য রকম। কিন্তু আমার বাঁকা চোখের চাওনি আমার মা কে দেখতে ব্যার্থ হলো

12:43 pm
 একটা সাদা চাদর করে আমাকে মুড়ে বাইরে আমার বাবা , দাদু , ঠাম্মা , কাছে নিয়ে যাওয়া হলো
 - congratulations Mr.Sen আপনার মেয়ে হয়েছে
তখনও আমার মুচকি হাসি টা কেউ টের পায় নি কিন্তু এক মুহূর্তে আমার হাসি টা কান্না তে রূপান্তরিত হলো আমার ঠাম্মা বললো
     - মেয়ে হয়েছে ! আমাদের শ্যামা পূজো এই মেয়ে চালাবে এই এতো বড়ো পৃথিবী তে এতো জায়গা থাকতে আমাদের বাড়ি তেই এই গ্রহ টা কে জন্মাতে হলো হে ভগবান !
দাদুর কথাতে আমার কান্না টা থেমে গেলো

- এই যে সিস্টার আপনাদের সুপার আর যে ডেলিভারী করিয়েছে সেই ডাক্তার কে ডাকুন

1:07 pm
  মেয়ে টা মানে যাকে দাদু সুপার আর ডাক্তার কে ডাকতে বলেছিলো সে আমাকে নিয়েই ওদের কে ডেকে দাদুর কাছে গেলো আমি মায়ের কাছে যাবার জন্য খুব কাঁদছিলাম , কেনো জানি না দাদু ওদের টাকা দিলো

1:19 pm 

আমাকে কি যেনো একটা ইঞ্জেকশন দেওয়া হলো প্রথম টাই ভাবলাম আমি কাঁদছিলাম তাই চুপ করানোর জন্য ইঞ্জেকশন দিলো অল্প কিছুক্ষন পরে দম বন্ধ হয়ে এলো আমার , প্রথম টাই অনেক যন্ত্রণা , তারপর অনেক তা ক্লান্তি এরপর একটা কাঁচ এর ঘর নিয়ে গেলো

1:37 pm

আমার মস্তিষ্কের মৃত্যু হয়েছে তারপর আমার মুখ থেকে খুলে নেওয়া হলো পৃথিবী তে বেঁচে থাকার অনুমতি , ওই দমবন্ধ অবস্থা থেকে মুক্তি , ছুটির আনন্দ

1:46 pm
 ডাক্তার আমার মৃত দেহ টা আমার মা কে দেখিয়ে বললো জন্মের আগেই মারা গেছে তারপর আমাকে একটা লোক নিয়ে গেলো

2:12 pm
লোক টা মাটি তে নামিয়ে দিলো আমাকে কোথা থেকে একটা কুকুর এসে আমার একটা হাত দাঁত করে ছিঁড়ে নিয়ে দৌড় দিলো কিন্তু আমার একটুও যন্ত্রনা হলো না

2:27 pm
একটা গর্তে লোক টা আমাকে নামিয়ে দিলো ব্যাস আর কি ? ব্যাস শেষ হলো শুরুর কয়েকটা ঘন্টা
---------------------------০০০০০০০০০০০------------------------------------------------------

        -পায়েল ঘোষাল


No comments:

Post a Comment