কয়েক টা ঘন্টা
-পায়েল ঘোষাল
যদিও শুরুটা এখানে নয়
, তবে হ্যাঁ এর শেষ টা আমিও করলাম ।
খুব অহংকার হচ্ছিল আমার এতো বড়ো পৃথিবী তে এতো সুন্দর একটা পরিবার এ জন্মাতে যাচ্ছি। আমার কপাল এর কথা ভেবে সবাই চোখ কপালে তুলেছিল । সবার ধারণা জন্মে থেকেই আমি হবো সবার মধ্যমনি ।
12.09.2008
12:20 pm
একটা অন্ধকার কূপ থেকে আমি বেরোলাম ।হঠাৎ অনেক আলোর মুখো মুখী হয়ে অবুঝের মতো কান্না জুড়ে দিয়েছিলাম ।
আমার মা কে আমি দেখতে পাবো এর আনন্দ টা ছিলো অন্য রকম। কিন্তু আমার বাঁকা চোখের চাওনি আমার মা কে দেখতে ব্যার্থ হলো ।
12:43 pm
একটা সাদা চাদর এ করে আমাকে মুড়ে বাইরে আমার বাবা , দাদু
, ঠাম্মা , র কাছে নিয়ে যাওয়া হলো ।
- congratulations Mr.Sen আপনার মেয়ে হয়েছে ।
তখনও আমার মুচকি হাসি টা কেউ টের এ
পায় নি ।কিন্তু এক মুহূর্তে আমার হাসি টা কান্না তে রূপান্তরিত হলো । আমার ঠাম্মা বললো
- মেয়ে হয়েছে ! আমাদের শ্যামা পূজো এই মেয়ে চালাবে ।
এই এতো বড়ো পৃথিবী তে এতো জায়গা থাকতে আমাদের বাড়ি তেই এই গ্রহ টা কে জন্মাতে হলো ।
হে ভগবান
!
দাদুর কথাতে আমার কান্না টা থেমে গেলো ।
- এই যে সিস্টার আপনাদের সুপার আর যে ডেলিভারী করিয়েছে সেই ডাক্তার কে ডাকুন ।
1:07 pm
ঐ
মেয়ে টা মানে যাকে দাদু সুপার আর ডাক্তার কে ডাকতে বলেছিলো সে আমাকে নিয়েই ওদের কে ডেকে দাদুর কাছে গেলো । আমি মায়ের কাছে যাবার জন্য খুব কাঁদছিলাম
, কেনো জানি না দাদু ওদের টাকা দিলো ।
1:19 pm
আমাকে কি যেনো একটা ইঞ্জেকশন দেওয়া হলো ।
প্রথম টাই ভাবলাম আমি কাঁদছিলাম তাই চুপ করানোর জন্য ইঞ্জেকশন দিলো ।
অল্প কিছুক্ষন পরে দম বন্ধ হয়ে এলো আমার
, প্রথম টাই অনেক যন্ত্রণা
, তারপর অনেক তা ক্লান্তি । এরপর একটা কাঁচ এর ঘর এ নিয়ে গেলো ।
1:37 pm
আমার মস্তিষ্কের মৃত্যু হয়েছে । তারপর আমার মুখ থেকে খুলে নেওয়া হলো পৃথিবী তে বেঁচে থাকার অনুমতি , ওই দমবন্ধ অবস্থা থেকে মুক্তি
, ছুটির আনন্দ ।
1:46 pm
ডাক্তার আমার মৃত দেহ টা আমার মা কে দেখিয়ে বললো ও
জন্মের আগেই মারা গেছে । তারপর আমাকে একটা লোক নিয়ে গেলো ।
2:12 pm
লোক টা মাটি তে নামিয়ে দিলো আমাকে ।
কোথা থেকে একটা কুকুর এসে আমার একটা হাত দাঁত এ
করে ছিঁড়ে নিয়ে দৌড় দিলো কিন্তু আমার একটুও যন্ত্রনা হলো না ।
2:27 pm
একটা
গর্তে লোক টা আমাকে নামিয়ে দিলো । ব্যাস আর কি
? ব্যাস শেষ হলো শুরুর কয়েকটা ঘন্টা ।
---------------------------০০০০০০০০০০০------------------------------------------------------
-পায়েল ঘোষাল
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন