প্রশান্ত সেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

প্রশান্ত সেন



 প্রশান্ত সেনের কবিতা

কলাবউ



আজানু ঝুঁকে থেকে কিছু কি সিদ্ধিলাভ হল তোমার, কলাবউ? যখনই দেখেছি তুমি ঝুঁকে আছ আনত ঘোমটায়। মুখের আদলে যেন কোনো গ্রাম্য ছাপোষা গৃহিণী, যদিও তোমার মুখটা আজও স্পষ্ট দেখতে পাইনি। ঝুঁকতে, ঝুঁকতে, ঝুঁকতে তুমি আজ ন্যুব্জ। আলাদা করে নজর পড়ে না কারোর। মূর্তির এককোণে যেন বিমূর্ত প্রতিভূ তুমি। কী পেলে তুমি কলাবউ, সপ্তমীর ভোরে নির্জন স্নান ছাড়া? ঋদ্ধি-সিদ্ধি সবই তো তাঁর অধিকার। আর তুমি দিনে দিনে শুধু ঝুঁকেই চলেছ... ঝুঁকেই চলেছ... আর ঝুঁকেই চলেছ... 
 -----------০০০০০------------

©প্রশান্ত সেন।বাগুইআটি,কলকাতা

No comments:

Post a Comment