সুদীপ্তা পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

সুদীপ্তা পাল


সুদীপ্তা কলম থেকে

 

ক্ষমতায়নে আজকের নারী

 

একুশ শতকে নারীর ক্ষমতায়ন
শোনাতে এসেছি তোমাদের সভাকক্ষে
আজকের নারী দশভূজা হয়ে
এগিয়ে চলেছে লক্ষে্

আজকের নারী বিদ্রহিনী
ভাঙতে শিখেছে বাধা
কালকে যে ছিল ঘূর্ণিপাকে
ঘুমের ঘোরে কাঁদা

আজকের নারী স্বর্ণিভরে
একশো দিনের কাজে
কালকে যে ছিল ঘোমটা পরে
বিরম্বনার লাজে

আজকের নারী আকাশ ছুঁয়েছে
বিমান এবং রেলে
কালকে যে ছিল বন্ধক হয়ে
পাশার দানের খেলে

আজকের নারী কলম ধরেছে
নিজের স্বাধীনতায়
কালকে যে ছিল বন্ধ ঘরে
চরম হেনস্তায়

আজকের নারী বাঁচতে শিখেছে
নিজেই নিজের শর্তে
কালকে যে ছিল নখের আচরে
লুকিয়ে কোন গর্তে

আজকের নারী প্রদীপ জ্বেলেছে
বাইরে এবং ঘরে
কালকে যে ছিল বোঝা হয়ে
পিতা পুত্রের ঘাড়ে

আজকের নারী বিশ্বায়নে
মানচিত্রের পাতায়
কালকে যে ছিল রান্নাঘরে
খুন্তি এবং হাতায়

আজকের নারী ধরতে শিখেছে
অধিকারের মানদন্ড
কালকে যে ছিল নির্যাতনে
লুটিয়ে পড়া খন্ড

কালকের নারী জেগে উঠেছে
আজকের নারী হতে
মুক্ত করেছে বিশ্ব দুয়ার
জাগরণী প্রভাতে।।

*********************




                 সুদীপ্তা পাল, নদিয়া 

No comments:

Post a Comment