সুদীপ্তার কলম থেকে
ক্ষমতায়নে আজকের নারী
একুশ শতকে নারীর ক্ষমতায়ন
শোনাতে এসেছি তোমাদের সভাকক্ষে
আজকের নারী দশভূজা হয়ে
এগিয়ে চলেছে লক্ষে্
আজকের নারী বিদ্রহিনী
ভাঙতে শিখেছে বাধা
কালকে যে ছিল ঘূর্ণিপাকে
ঘুমের ঘোরে কাঁদা
আজকের নারী স্বর্ণিভরে
একশো দিনের কাজে
কালকে যে ছিল ঘোমটা পরে
বিরম্বনার লাজে
আজকের নারী আকাশ ছুঁয়েছে
বিমান এবং রেলে
কালকে যে ছিল বন্ধক হয়ে
পাশার দানের খেলে
আজকের নারী কলম ধরেছে
নিজের স্বাধীনতায়
কালকে যে ছিল বন্ধ ঘরে
চরম হেনস্তায়
আজকের নারী বাঁচতে শিখেছে
নিজেই নিজের শর্তে
কালকে যে ছিল নখের আচরে
লুকিয়ে কোন গর্তে
আজকের নারী প্রদীপ জ্বেলেছে
বাইরে এবং ঘরে
কালকে যে ছিল বোঝা হয়ে
পিতা পুত্রের ঘাড়ে
আজকের নারী বিশ্বায়নে
মানচিত্রের পাতায়
কালকে যে ছিল রান্নাঘরে
খুন্তি এবং হাতায়
আজকের নারী ধরতে শিখেছে
অধিকারের মানদন্ড
কালকে যে ছিল নির্যাতনে
লুটিয়ে পড়া খন্ড
কালকের নারী জেগে উঠেছে
আজকের নারী হতে
মুক্ত করেছে বিশ্ব দুয়ার
জাগরণী প্রভাতে।।
*********************
No comments:
Post a Comment