দিব্যেন্দু গনাই - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

দিব্যেন্দু গনাই



আমি সেই নারী

দিব্যেন্দু গনাই


সময়টা ছিলো 1857—
রক্তরাঙা চোখে আমি নিউইয়র্কের রাস্তায়
হ্যাঁ মাআমি সেই নারী
পেরিয়ে এসেছি অনেক ঝনঞ্ঝাট- পাহাড়
পার হয়ে এসেছি অনেক ক্ষরস্রোতা নদী
আমার অনেক মুচরে দেবার হিসেব দিতে পারি
হ্যাঁ মাআমি সেই নারী

কোমল হাতে আমার ধার তলোয়ার
ধ্বংস করেছি অনেক সিংহের দুয়ার
চন্দ্র ভ্রমণও আজ আমার হাতে
জেটপ্লেন উড়ছে যেন ডানা মেলে সাথে
তোমাকে হারাতে শিখিনি মা
হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করি,
হ্যাঁ মাআমি সেই নারী

খেলার মাঠেও নামছি আমিদেখছে জগৎবাসী,
হাতের মুঠোই বিশ্ব আমারআমি সমাগ্রাসী
সোনা-রুপা-ব্রোঞ্জ সবই ছিনিয়ে নিতে পারি,
হ্যাঁ মাআমি সেই নারী

কিন্তু জানো মা? —
আমি আজও লাঞ্ছিত, বঞ্চিত
শিশু রূপে আমি আজ তাদের হাতে ধর্ষিত,
পরিচয়হীন সমাজে আমি আজও দূষিত
সংসার জীবনে আমি আজও অবাঞ্ছিত,
বৃদ্ধাশ্রমআজও কেন আমার জন্য প্রতিষ্ঠিত?
মাআমি কে?
আমি কি সেই নারী?—স্বাধীনতার মরীচিকায় যে বিকশিত

 -------------০০০০০-----------------

দিব্যেন্দু গনাই, দমদম, কলকাতা

1 comment: