শ্যামল দত্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

শ্যামল দত্ত



এক নদী-মেয়ের কথা
শ্যামল দত্ত
মেয়েটা নদী হতে চেয়েছিল,
নদী ফেরায়নি তাকে
জায়গা করে দিয়েছিল
তার ফেলে আসা অতীতের একপাশে

জোয়ারে সরু নালার মতো জল বয়ে যায়
নির্জনে ভরা জোছনায় নদীকে বলে,
আমাকে তোমার মতো হওয়ার শক্তি দাও
নদী তিরতির করে হেঁসে এগিয়ে যায়

ভাটায় বালিতে দেখে সমাজের প্রতিচ্ছবি
খুন,ধর্ষন,ধর্মের নামে হানাহানি,
মুখোশের আড়ালে বীভৎস মুখ
ভয়ে লুকায় ঘরের এক কোণে
তবু নদী হওয়ার স্বপ্ন জেগে থাকে মনে

সেবার বর্ষায় নদীর জল কূল ছাপিয়ে
হাজির হয়েছিল তাকে নিয়ে যাবে বলে

মেয়েটা নদী হয়েছিল স্বেচ্ছায়
সূর্য তাকে শাসন করে,চন্দ্র তাকে চুমো দিয়ে যায়,
বাতাসের ভালবাসায় তার শরীর জুড়ায়

সে এখন স্বচ্ছ স্রোতস্বিনী
এগিয়ে চলে সাগরের ঠিকানায়
**********************
শ্যামল দত্ত গ্রাম-সাহড়া পোষ্ট-মুগকল্যান জেলা-হাওড়া

No comments:

Post a Comment