দিব্যেন্দু শেখর দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

দিব্যেন্দু শেখর দাস



অধরা

 দিব্যেন্দু শেখর দাস

শরীর জুড়ে বৃষ্টি নেমেছে অনেকদিন আগে
বুঝতে দাওনি,কারণ তোমারও সংসার আছে।
খাঁচা বন্দী পাখি আমি, মত মেলেনি উড়বার
বহু চেষ্টা শত বিপ্লব নারীর স্বাধীনতা এখন অধরা
 মুখে শুধু মনীষীর বাণী,হাত বাড়িয়েছে যেই
কেউ না কেউ খিমচে ধরছে গলির কোনে রাস্তায়
পুরুষ তুমি সুন্দর তোমার পূজো আজও হচ্ছে বারবার।

     ************

 দিব্যেন্দু শেখর
শশীভূষণ দে স্ট্রীট, কলকাতা           

No comments:

Post a Comment