কবি আর্যতীর্থর কবিতা ।। থামিস না - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

কবি আর্যতীর্থর কবিতা ।। থামিস না

নিশান্তিকা cute girl


কবি আর্যতীর্থর কবিতা

।। থামিস না ।।


অর্ধেক পথ সবে উড়েছিস পাখি,
পালকের গায়ে এখনো শেকলক্ষত
হাতছানি দিয়ে মেঘ করে ডাকাডাকি
দোহাই, এখানে থামিস না অন্তত

স্বাধীনতা ভানে মিলেছে প্রবঞ্চণা,
এতটা দিলাম, এইবারে খুশী থাকো
যেন সেই দান আসলে প্রাপ্য না,
যথারীতি বাজে প্রচারে হাজার ঢাকও

উড়তে গেলেই দেখেছিস কত বাধা
একশো কথারা অমনি আসবে ধেয়ে,
ওরা চায় তোর আকাশটা হোক আধা
তুই নিজে যেন ভাবিস না সেটা, মেয়ে

এইখানে চাঁদে কালি লাগে অনায়াসে
এখানে তারারা গয়না হয়েই সুখী
এখনো এখানে ফর্সাকে ভালোবাসে,
সূর্যকে ছেড়ে চাহিদা সূর্যমুখীর

এই আকাশও আসলে বিরাট খাঁচা
নিচু থেকে চলে নিত্য নজরদারি,
বুকে ভরে নিতে মুক্তির হাওয়া তাজা
অন্য আকাশে দিতে হবে তোকে পাড়ি

ডানা ঝাপটা, অনেক উড়তে হবে,
যেখানে নিয়ম ওঠেবসে তোর মতো,
সে দেশের দিকে উড়ান তো শুরু সবে
দোহাই, এখানে থামিস না অন্তত

**************************

কবি আর্যতীর্থ, কলকাতা

No comments:

Post a Comment