তবুও
বন্যা ব্যানার্জি
শিমূল পলাশে নয়অজস্র অবমাননায় রাঙা তার গা
কখনও ডাস্টবিনে,কখনও ধূলি সজ্জায়। কবিতা চোখ ঢাকে লজ্জায়। শব্দেরা মূক বিবশ।
তবু হোক না একটা দিন ওলোট পালোট। আঁধারের পথ ধরে আলোয় আসুক নারী দিবস।
-------০০০-------
বন্যা ব্যানার্জি
শান্তিপুর, নদীয়া
No comments:
Post a Comment