কান্তিলাল দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

কান্তিলাল দাস


    তবু উপেক্ষিতা

         -কান্তিলাল দাস

কটাক্ষ নয়নবাণ চেয়ে যারা ভেবেছিল
নারী বুঝি এই
তৃপ্ত বা অতৃপ্ত তারা ফিরে গেছে যে যার গুহায়
যারা তাকে পণ্য করে কামিয়েছে টাকা
দেদার ফূর্তি করে ছুঁড়ে ফেলে গেছে
তারা তো চেনেনি তাকে
চিনেছে দেহকে
অথচ স্নেহের টানে বটবৃক্ষ হয়ে গেল
আজকের মর্ষকাম সমস্ত পুরুষ
মমতায় লেপ্টে থেকে তার
শ্রমে তার পাহাড়প্রমাণ
সমস্ত পুরুষ দেখে সাফল্যের ঊর্ধগামী সিঁড়ি
তারপর ?
কখনো বঞ্চনা সয়ে সে হয় বাতিল
কখনো বা তার
হাতে জোটে উপেক্ষার ক্লেদ উপহার
এই যদি হয়
প্রসবের নেই আর কোনো প্রয়োজন
বিবাহের কেন বা তাগিদ
সৃষ্টি কেন টিকে থাকে ধ্বংস হয়ে যাক
সব কিছু চূড়ান্ত ফুরাক
!
---------০০০০---------


 
কান্তিলাল দাস
কিস্মত অপূর্বপুর
(
বেলতলা লেন)
ডাক - সিঙ্গুর
হুগলি


No comments:

Post a Comment