রুমা বসু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

রুমা বসু



নদী মেয়ের কথা

***************

রুমা বসু

*************
মেয়েটি নদী হতে চেয়েছিল
কোনো এক অলৌকিক ভোরে  প্রাচীন হিমবাহ ভেঙে
বরফগলা জলে এক নাম না জানা তিথি আর নক্ষত্রের সমাহারে....
সে নদী হতে চেয়েছিল
আমি কান পেতেছি সেই নদীর বুকে-
আলোড়ন তুলেছিল শেষ প্রহরের ঘুমের স্বপ্নের মতো নিরুচ্চারিত শব্দবিন্যাস
গভীর রাতে ক্যাকফনি থেমে যাওয়ার মুহুর্তে সে নদী হতে চেয়েছিল। 
গোপন ইচ্ছারা কাটাকুটি খেলে যেতো স্বচ্ছ রাত্রিবাসে আর মৃত স্বপ্নে
স্বপ্নেরা তখন নিলামে উঠেছে
আর আমি দেখেছি তার দুইপার কি অবলীলায় বেঁধেছে
সামাজিক সেতু
নিঃশব্দে রাতের চাদরে ঢাকা ঢেউ অস্ফুটে মনে করায়
মেয়েটা নদী হতে চেয়েছিল
আর গভীর গোপন কোনো তারাখসা রাতের শেষে ঝড়ের অবগুন্ঠন খুলে সেই সব ইচ্ছারা  নৌকা হয়ে ভেসে গেছে ভোরের আশে পাশে
           ------০-----

     রুমা বসু
গ্রাম  মুরালিবাড়
পোস্ট  বাগনান
জেলা  হাওড়া

No comments:

Post a Comment