কৃষ্ণেন্দু দাসঠাকুর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

কৃষ্ণেন্দু দাসঠাকুর



আমি তো আছি।আমি আছি

কৃষ্ণেন্দু দাসঠাকুর


আচ্ছা,অনেক তো রাত হলো।এবার লেখালেখি বন্ধ করো।ঘুমাবে চলো
টেবিলকে এরকম আবদার কেউ কখনো করেনি

একমুখ দাড়ি।কেমিষ্ট্রিটা কী!গোছা গোছা প্রশ্ন না ছুড়ে,কেউ বললো না---
বুঝলেন মশায়,আমার আমিকে দাড়ির মধ্যেই ঠিক এঁকে নেব

আরে,শার্টটা তো একটু ইন্ করে পড়তে পারো? ঝোলা ঝোলা পাঞ্জাবী।দাড়ি-মুখ আঁকা ব্যাগ।তুমিনা বড্ড মেকাপহীন
জীবনে শুধু আউট আর মেক-আপ করে গেছি।এখন তুমি ইন্ আর মেকাপের কথা বলছো

কবিতার কমা,পূর্ণচ্ছেদ গুলো শুষে নিয়ে চায়ের দোকানে আঁচ পড়ে।তখন--- 
কোনো চুলের জল কোনদিন আমার বালিশের তুলোর সাথে মিশে আমায় স্বাগত জানায়নি

শোনো,আমি বনলতা,শাশ্বতী বা নীরা হয়তো নই 
কিন্তু আমি তোমার ড্রয়িংরুমের শান্তিনিকেতনের জলরঙ আল্পনা তো হতেই পারি।তাই না..

হাই প্রাইস।অফার।ডিসকাউন্ট।ডাইনিং রুমে উঠে আসা আস্ত মার্কেট... 
আরে না,না। আমি সেরকম কিচ্ছুটি চাইনা
তুমি কী আমায় এনে দিতে পারো---
পলাশে আর ফাগুনে চটকানো একটুকরো আকাশ
নূপুর পায়ে নাচানাচি করা নিকানো উঠান
শুন্যে তাকিয়ে ঘুড়ি-ওড়া দিগন্ত বিস্তৃত সর্ষের ক্ষেত

বির্বণতায় ছেয়ে যাওয়া বৃষ্টিহীন রামধনু আকাশের নিচে শহর।এমন সময়---
একটা রিনরিনে হাত,বারবার চোখের পাতার ওঠা-নামায়,হরিণের গ্রীবার মতো আলতো ছোঁয়ায়;ঠোঁটের কোণে এক চিলতে হাসি ঝুলিয়ে কেউ বলেনি--আমি তো আছি।আমি...তো..আছি
                           --------★★---------

কৃষ্ণেন্দু দাসঠাকুর
গ্রাম+পোঃ- কান্দরা
জেলা- পূর্ব বর্ধমান

No comments:

Post a Comment