সোহিনী সামন্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

সোহিনী সামন্ত



মা

সোহিনী সামন্ত

মমতার বৃহৎ বাহু ছুঁয়েছে বিশ্বের সর্বপ্রান্তে ,
তা আলোতে হোক বা অন্ধকারান্তে......
স্নেহের নীড় গড়ে উঠেছে বসন্তের আলোআঁধারে,
মায়ের ছোঁয়ায় আদরের একান্ত পরশে ...
মুক্ত হয়েছে বিশ্ব প্রেমের আলিঙ্গণ ,
মায়ের বলিদান মোদের আদরের প্রাঙ্গণ ......
মায়ের ছোঁয়াতেই প্রস্ফুতিত পৃথিবীর আলোর দিশা ,
প্রেমের আহবানে মায়ের চরণতলে সুখের অনন্ত আশা......

সোহিনী সামন্ত
শ্যামনগর উঃ  ২৪ পরগণা 

No comments:

Post a Comment