সোমনাথ বেনিয়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

সোমনাথ বেনিয়া



দেবী 

 সোমনাথ বেনিয়া

ভোরে মোরগ ডাকতেই তোমার পায়ের তলায়
                                                সর্ষে এসে ভিড় করে
সমস্ত আলস্য বিছানায় রাখতেই সমুদ্রের দিগন্ত
                                    গতকালের সূর্যকে উগরে দেয়
পাতকুয়োর জল, চোখ থেকে রাতের নৈঃশব্দ্য সরিয়ে নেয়
স্নিগ্ধ শীতলতা জড়িয়ে ধরে সমস্ত শরীর ...

এরপর,
গেরস্থালির কাজকর্ম, স্পেল করে-করে দিনের শরীরে
                                  ভিন্ন অবয়বে বুটিক হলে,
সুসম্পন্ন হয় আশেপাশের প্রত্যাশিত মুখের দৃষ্টিভঙ্গি
তোমার ভাত ঘুমের ইত্যবসরে, সূর্য ধীরে-ধীরে
                                               কুলোর প্রদীপ হয়ে ওঠে ...

উলুধ্বনিতে প্রদীপের আলোর ছটা সহস্র টুকরো -
                                 হয়ে আকাশের তারা হয়ে যায়
তখই মেঘের আড়াল থেকে উঁকি দেয় চাঁদ,
যার আলো তোমার মুখে চন্দ্রকলা হয়ে ফুটে উঠলেই,
অপরূপ আটপৌরে দেবী তুমি,
                               সমস্ত বসতবাড়িজুড়ে ...

-------০০০-------


সোমনাথ বেনিয়া 

নিমতা, কলকাতা




No comments:

Post a Comment