শঙ্কর নাথ প্রামাণিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

শঙ্কর নাথ প্রামাণিক



অণুগল্প--"মা"

শঙ্কর নাথ প্রামাণিক

------------------------------
ট্যাক্সির চাকায় থেঁতলে গেছিলো পায়ের আঙুলগুলো।তার ওপর হাড় কাঁপানো কনকনে শীত।ছেঁড়া কম্বলের তলায় ঠকঠক করে কাঁপতে কাঁপতে বটগাছের তলায় শিবলিঙ্গের পাশে মরেই গেল পাগলিটা।খোঁজ পড়লো বডিটা কোন বাড়ির।
এতদিন ডাস্টবিনের নোংরা খেয়ে,দোকানে দোকানে খাবার চেয়ে যখন সে কেঁদে বেড়াতো কেউ তার খোঁজ নেয়নি।শেষে ঠিকানা পাওয়া গেলো--কোটিপতি অয়ন বসুর গর্ভধারিনী সে।
ক্লাব সম্পাদক মারফৎ খবরটা যখন পৌঁছলো,অয়ন বাবু সুদূর বোম্বেতে এক জাগ্রত স্থানে মাতৃমন্দির নির্মাণে ব্যস্ত।মোবাইলে খবর গেল।তৎক্ষণাৎ নির্দেশ এলো ক্লাবের ছেলেদের হাজার খানেক টাকা দিয়ে দাহ করার ব্যবস্থা করে দিতে।দ্বারদ্ঘাটনের আগে তার আসা সম্ভব নয়।
বাঁশের দোলায় তুলে নদীর চরে চিতা সাজিয়ে ক্লাবের ছেলেরা সৎকার করলো পাগলীর দেহ।যতই হোক সে তো তাদের পাড়ারই এক "মা"।
          -------------x--------------


শঙ্কর নাথ প্রামাণিক,
মাধবনগর, বাঁধ রোড,
পো:-মোকদুমপুর,,মালদা

No comments:

Post a Comment