পিয়ালী সাহা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

পিয়ালী সাহা



দেড় বছরের দুর্গা


 পিয়ালী সাহা


মাত্র দেড় বছরের শরীর তোর,হলোই বা ছোটো, হাজার হোক মেয়ে তো.......লালসা তো জাগার কথা...তোর কি কাপড় জামার ঠিক আছে!উত্তেজিত তো তুইও করিস,হাসিতে হোক বা পোশাকে,নয়তো তোর আধো আধো শব্দে,পারিস কিন্তু তুইও।মেয়ে তো!!

ঠিক পৌষমাস...মিঠে রোদ... ভুলো কুকুর টাও জিভ দাঁত বের করে খেলছে,চারটে বাচ্ছা নিয়ে...দেখলো কেউ,উত্তেজিত হল অন্য এক  পশু।আদর বুঝলো বাৎসল্য বুঝলনা!!

রক্ত মাংসের গন্ধই যে বড় লোভনীয়
একটা যদি কাঠামোর  শরীর থাকতো,ওই গন্ধ টা না পেত, তাহলেও কি পশু গুলো ঝাঁপিয়ে পড়তো শরীর দেখলে??
পরের চৈত্রে দিন পুজো হতো তোর,অঞ্জলি পেতিস, সাজতিস একহাতে কাটা মুন্ড আর একহাতে টেনে বের করে আনা জিভ নিয়ে....হতে পারতিস আমার দেড় বছরের দুর্গা।।
 ---------------------------০০০০০০০------------------
#পিয়ালী সাহা
নাগপুর
মহারাষ্ট্র

No comments:

Post a Comment