অরবিন্দ পুরকাইত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

অরবিন্দ পুরকাইত



রোদের রং


- অরবিন্দ পুরকাইত


এমন সকালেও কেন খোঁজো অন্ধকার!

নৈমিত্তিক যুদ্ধ শুরুর আগে
জনারণ্যের মহানগরে
কেন নিভৃতে বসতে চাও দু-দণ্ড
প্রিয় সহানুভূতির সঙ্গে!

সোনা-রোদ, মিষ্টি সকালে
খিদে-চাপা ইচ্ছে-ডানায় ওড়া পেরিয়ে
তোমার এল রোদের তেজ দাহ
শস্য  ফলল, শুখাও হল জীবন!

তুমি কি আবার কোনও মরীচিকার পিছনে পড়লে!
__________০০০০_________ 


 অরবিন্দ পুরকাইত

 গোকর্ণী, মগরহাট, দঃ ২৪ পরগনা 

No comments:

Post a Comment