বিভাংশু দত্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

বিভাংশু দত্ত



দুই নারী

   বিভাংশু দত্ত


এক নারী পায় ভোজ
   বিরিয়ানি  কোপ্তার
এক নারী ভিখ মাগে,
   আজীবন ক্ষোভ তার
  এক নারী বহুতলে
     শীতাতপমুক্ত
   এক নারী অনিকেত
      প্রায়শই  অভুক্ত
   এক নারী সেজে থাকে
      দামি  বাস-ভূষণে
   এক নারী ভুগে মরে
       ঝুপড়ির দূষণে
 এক নারী চেপে যায়
      কোয়ালিশ -সুমোতে
   এক নারী খোঁজে ইট
       মাথা দিয়ে  ঘুমোতে
    কারও ছেলে ইস্কুলে
       যায় দামি গাড়িতে
     কারও ছেলে খেটে মরে
          অন্যের বাড়িতে 
        এই দুই নারী তবু
      এক হল কী বশে !
      উঁচুনিচু  গেল ঘুচে
           আজ নারী দিবসে
-----------০০০০-----------

   বিভাংশু দত্ত, আরামবাগ, হুগলি



No comments:

Post a Comment