উজ্জ্বল ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

উজ্জ্বল ঘোষ



।।  বড়দির সংকল্প ।।


         উজ্জ্বল ঘোষ

বড়দি "জহর" মুছে দেবেই
রক্ত মিশছে ভুল রক্তে
প্রবৃত্তির নগ্ন নাচন বিভৎসতর হবেই...

তবে বড়দি "জহর" মুছে দেবেই
মেয়ের হাতে ত্রিশূল তুলে দেবে
বস্তিগুলোয়, বেশ্যালয়ে, কর্পোরেটে... ত্রিশূল এঁকে দেবেই

তারপর প্রবৃত্তির সুস্থ অভিযানে
মেয়ে গর্ভবতী হবে
প্রসবকালে মেয়ের হাতে পুষ্প তুলে দেবেই...
-------------------------------------------------------------



উজ্জ্বল ঘোষ।
মালঞ্চ ; ডিভিসি মোড় নর্থ
শ্রীপল্লী ; পূর্ব বর্ধমান


No comments:

Post a Comment