মৌসুমী ভৌমিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

মৌসুমী ভৌমিক



নারী 

      মৌসুমী ভৌমিক 

*********************
আমার অস্তিত্ব - আমি নারী। 
আস্তাকুঁড়ে থেকেও আমি জন্ম দিতে পারি। 
ক্ষুধা- তৃষ্ণা  - হিংসা- লালসার পৃথিবীতেও আমি গড়ি। 
সর্বংসহা স্বভাব আমার, পরবাসেও আমি লড়ি।
নামহীন -ধামহীম -গোত্রহীন করে রেখেছ যারে , সেই আমি তোমাদের 
মায়া-মমতা-অন্ন- জল দেবার অধিকার রাখি। 
হিংসায় -ঘৃণায় যত পারো করো ধ্বংস --
আবার গড়ব এ বিশ্ব -
এ আমার দৃঢ় অঙ্গীকার ------
আমি আজকের নারী।
 ----------০০০--------

Mousumi Bhowmik
A G Quarter complex, Syari, 
Near Deorali, 

No comments:

Post a Comment