সুদীপ তন্তুবায় নীল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

সুদীপ তন্তুবায় নীল



রাজিয়া তুমি আমার পাশে বসো

- সুদীপ তন্তুবায় নীল


রাজিয়া, ওই তুর্কিরা ভালো নয় 
ওদের কাছে যেও না তুমি 
ওরা ধর্মান্ধ ! ওরা চায় পুরুষালি কাঁচা গন্ধ !
খোলো না ওদের মহলে শরীরের আবরন 
নারী-নৃপেন্দ্র চায় না ওদের মন 
ওরা ধর্মের ক্রীতদাস !
দেখেছি তারা যুগ যুগ ধরে কত রাজিয়ার করেছে সর্বনাশ !

দেখো, আমি আলতুনিয়া নই 
আমার পাশে বসো 
রাজবস্ত্র ছুঁইয়ে বুকে একটু ভালোবাসো
দেখো, আমি ওমরাহরাও নই 
হাজার সালের ইতিহাস থেকে ছিনিয়ে আনা চাঁদ 
-তুমি হৃদয় ছুঁয়ে থাকো 
জ্যোৎস্না খামেই পাঠিয়ে দিলাম কোরআন-খানি 
আঁচল ভরে রাখো

শোনো মেয়ে, তুমি আতর মেখো রাতে 
মন-মদিনার বৃষ্টিপথে হাঁটবো তোমার সাথে 
যদি বা চাও অনন্ত সুখ আমার সর্বনাশে 
সেটাও দেব, চাইব শুধু তোমার আতর হাতে 
স্পর্শ-শুধু একটুখানি স্পর্শ 
ওগো মেয়ে, চেয়ো না শুধু আমার ভারতবর্ষ

রাজিয়া, ওই তুর্কিরা ভালো নয় 
ওদের কাছে যেও না তুমি 
ওরা স্বার্থপর ! ওরা বলে - আমরাই ঈশ্বর !
ধর্মের চেয়ে বিবেক বড়ো এটা ওরা বোঝে না 
ওদের বিবেক বিবসনা !
ওরা বলে- ঈশ্বরও এক নয় 
তবে তাই হোক 
ওদের ঈশ্বরই করবে ওদের সমাপন 
সুলতানা, তুমিও ভেঙে দাও অনশন 
জানিয়ে দিও- 'সত্য বড়ো সুন্দর', মেয়ে 
'সত্যের হবে জয়'
বিশ্ব বুকের নষ্ট বোধোদয় 
কেউই কারো নয় !
সে হোক না হিন্দু হোক না মুসলমান 
পাপ কারও বাপকেও ছাড়বে না 
যদি কিছু ভুল বলে থাকি মেয়ে 
তাহলে তুমিও আমায় খুন করো সুলতানা !

রাজিয়া, ওই তুর্কিরা ভালো নয় 
ওদের কাছে যেও না তুমি 
ওদের আছে সৃষ্টি ভাঙার হর্ষ !
যদি মনে হয় আমি ভুল, আমি চিরতরে শুধু ভুল 
মৃত্যুর সাথে পার করে দাও হাজার আলোকবর্ষ 

ওগো মেয়ে, চেয়ো না শুধু আমার ভারতবর্ষ ।।


।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।


সুদীপ তন্তুবায় নীল 

সম্পাদক সপ্তাশ্ব 

হিরাশোল-ইন্দপুর-বাঁকুড়া-722136

No comments:

Post a Comment