বিশ্বজিৎ কুন্ডু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

বিশ্বজিৎ কুন্ডু



নারীর প্রতি


বিশ্বজিৎ কুন্ডু

অনবরত চোখের জল
ফেলো না তোমার, নারী

ওই কাজল কালো চোখে
আগুন দেখেছে সমাজ

অশ্রু মোছাতে কাউকেই
পাশে পাবে না তুমি, নারী

নপুংসকের লোলুপ দৃষ্টি
তোমার চাহনিতে হোক রুদ্ধ

তোমার কান্নায় কখনোই
বিদীর্ণ হয় না পৃথিবী, নারী

প্রতিটি রোমকূপে ঝরে পড়ুক
হৃদয় নিঃসৃত প্রতিবাদ

অসহায়া তকমা ছেড়ে
সুচেতনা হও তুমি, নারী

বজ্র কন্ঠে ঘোষণা করো
অবক্ষয়ের বিরুদ্ধে সংগ্রাম


*************************

বিশ্বজিৎ কুন্ডু
১২/, বংশীধর দে লেন
ষষ্ঠীতলা পাড়া
পোঃ রাণাঘাট
জেলাঃ নদীয়া

No comments:

Post a Comment