বলাই দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

বলাই দাস



সবই পারো তোমরা "

বলাই দাস

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এই পৃথিবীর সৃষ্টি থেকে তোমরা আছ সাথে
তা না হলে অধুরা রয়ে যেত সব শূন্য হাতে
ধর্ম কর্মে আচার বিচারে যুদ্ধ ক্ষেত্রও তোমরা
লালন পালনে জগৎশ্রেষ্টা দেখেছি তো আমরা 
বিধাতা পুরুষ তাই তোমাদের উচ্চে রেখেছে স্থান
পুরুষতান্ত্রিক সমাজ তোমাদের দেয়নি সে সম্মান

পুরাণ দেখ, সমাজ দেখ, দেখ  স্বর্গ মর্ত্য পাতাল
দেব-দেবী,নর-নারী,অসুর-দানব,পশুপাখির এক হাল
মমতাময়ী জগতে তোমরা যত দুঃখ কষ্ট নিজেরা পাও
হাজার দুঃখ যাতনা হাসিমুখে নিজের বুকে টেনে নাও
সীতা-সাবিত্রীর দেশ আমাদের মুখে বড়বড় ছোটে কথা
তোমাদের দুঃখ-কষ্টে পৃথিবীপৃষ্ঠে কেউ কি পেয়েছে ব্যাথা?

নারীরা কত কাজকরে মাঠেঘাটে স্কুল কলেজে সংসারে
অফিস আদালত প্রযুক্তিবিদ তবু কেউ কি বলে আহারে
পান থেকে চুন খসলেই সে হয় দুষ্টা চরিত্রহীন অচ্ছুৎ মেয়ে
কে করলো এই সর্বনাশ ভদ্র সমাজ বুলিয়ে হাত তার গায়ে
উত্তর কারো কাছে নাই, পুরুষরা পবিত্র ধোয়া তুলসী পাতা
যদি পরিবর্তন আসে মানুষের মনে তবেই হবে ধরা সাদাখাাতা

যুগেযুগে তাই দেখেছে জগৎসংসার ভিন্ন আশা কিছু নাই
লেখা আমার সার্থক হবে পড়ে যদি কেউ পাশে দাঁড়ায় ভাই
===========================================

 বলাই দাস, কুয়েত আরব আমিরশাহী

No comments:

Post a Comment