অসীম মালিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

অসীম মালিক



আমার ক্ষোভের কোনও প্রেমিকা নেই

                    অসীম মালিক

                       ( এক )
আমার অভিমানের নাম মা
আমার অনুরাগের নাম প্রেমিকা
আমি অভিমানে যতটা দূর সরে যাই
ঠিক ততটাই ফিরে আসি -
একজন নারীর কাছে

আমার ক্ষোভের কোনও প্রেমিকা নেই
আমার আকাশ --যতটা দুঃখ , যতটা জ্বালা , যতটা যন্ত্রনা
যতটা ব্যথা , বেদনা ছুঁয়ে থাকে -তার অর্ধেক আকাশ জুড়ে থাকে
একজন নারী ...

আমার যেখানে পরাজয় ,
সেখানে নারীর কোনও পদচিহ্ন আঁকা নেই
আমার যেখানে জয় --সেখানে নারীর মুখ আঁকা

প্রতিটি ব্যর্থতা থেকে
আমাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে
একজন নারী -আমার মা ...
                           ( দুই )
আমি চির নির্বাসনে যেতে পারি
যদি পাশে থাকে একজন নারী
আমি বালুতটের ভাস্কর্যে ক্যাকটাস হয়ে জন্মাতে পারি
যদি পাশে থাকে একজন নারী
আমি নারী হৃদয়ে কান পেতে শুনেছি
একটি নারী চোখ কোনও অস্ত্র কারখানা নয়
যেখানে আমরা জমিয়ে রাখতে পারি
একে ফরটি সেভেন , তাজা বোম , গোলা বারুদ
যারা নারীর চোখে চোখ রেখেছে
তারা জানে --
ভালবাসার কোনও একশ চুয়াল্লিশ ধারা নেই
                            (তিন )
নারী ব্যতীত আমার কোনও দেশ নেই
আমার দেশের নাম মা ,
আমার দেশের নাম প্রেমিকা
যে দেশে নারীর চোখে কোনও বসন্ত আসেনা ,
সেই দেশ আমার নয়

প্রেমিকার চোখের মাটিই
আমার দেশের মাটি
আমার দেশের নাম স্নেহ , মায়া , মমতা , ভালবাসা
যা একজন নারীর কাছে পাওয়া
আমার মা ...
 -------০০০-------

      অসীম মালিক, আরামবাগ, হুগলি



No comments:

Post a Comment