নিরাশাহরণ নস্করের কবিতা ।। উদ্বর্তন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

নিরাশাহরণ নস্করের কবিতা ।। উদ্বর্তন



নিরাশাহরণ নস্করের কবিতা

উদ্বর্তন

কুয়াশায় ঢেকে আছে বিপন্ন বিষাদ
টুং টাং সুরে নাচা প্রজাপতি নদী
          উলঙ্গ রয়েছে পড়ে জান্তব অন্ধকার বাঁকে
তালিবানি বর্বরতায় বিচূর্ণ বুদ্ধ যেন বামিয়ানে
ছিন্নভিন্ন রক্তাক্ত শরীরে থাবার হিংস্রতা নিয়ে
ধু-ধু চরে পড়ে আছে -বাক দীর্ঘশ্বাসে
মৃত স্বপ্নেরা সলাজ শিশির হয়ে অভিমানে পড়ছে ঝরে
          হুতাশ মেশানো ঘাসে ...
চুনকালি মেখে বসে আছি এক বেবাক বানচোত
আমার মুখে থুথু দিয়ে চলে যাচ্ছে আমারই সন্ততি
আয়নার দিকে মুখ ফেরাতেই দেখি
এক শালা নেড়িকুত্তা পা তুলে পেচ্ছাপ করে দিচ্ছে
                                         আমারই আয়নায়
অথচ সব্বাই জানে আমিও ওদেরই স্বজন

শুধু ধর্ষণ করতে জানি বলেই
আমি উন্নততর !
----------০০০----------

নিরাশাহরণ নস্কর

সম্পাদক, নবপ্রভাত 


1 comment: