Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

প্রিয়ব্রত দত্ত

                        ও নদী রে

                             প্রিয়ব্রত দত্ত


সুন্দর একটা রিং- টোনে মোবাইলটা বেজে উঠতেই বিবেক হাতে নেয় ফোনটা| একটা অচেনা নম্বর |
—হ্যালো, কে বলছেন ?
— হ্যালো , বিবেক আমি তুহিনা বলছি |
সহসাই যেন স্মৃতির ঝরাপাতা উড়ে যেতে লাগলো বিবেকের চোখের সামনে থেকে |
এতগুলো বছর পর তুহিনা যোগাযোগ করতে পারে সেটা ভাবতেই পারছে না বিবেক | কলেজ জীবন থেকেই ওর সাথে অন্তরঙ্গ সম্পর্ক | 
—আচ্ছা আমাকে সত্যি ভালোবাসো ?শরীর আর মনের গভীরতায় পৌছাতে পৌছাতে প্রশ্ন করেছে তুহিনা |
—হ্যা গো, সত্যি ভালোবাসি, ট্রু লভ্  সোনা, তুমি ?
— আমিও | ভালোলাগার আশ্লেষে আপ্লুত হতে থাকা তুহিনার সংক্ষিপ্ত উত্তর |
—সারাজীবন ভালোবাসবে তো ?
বিবেকের চোখে কী দেখতে পেলো কে জানে? বললো , কেন, তোমার বিশ্বাস হয় না ?
—হয় গো হয় | বিশ্বাসই তো সব |
—হুম্ | সব সময় বিশ্বাসটা রাখবে | আমার ওপরে মাঝে মাঝে অবিশ্বাস করো বলে মনে হয় ...
—তাই ? মুচকি হাসে বিবেক| কেন জানো?
—কেন ?
—কারন আমি তোমায় এত গভীরভাবে ভালোবাসি যে তোমাকে হারাবার ভয় পাই |
—আমি তোমারই থাকবো সারাজীবন | ভয় পেয়ো না |
— সত্যি ?
— সত্যি |
— আজ নীল শাড়ীতে দারুন লাগছে তোমায় |
—তাই ! ভ্রু নাচিয়ে বলে তুহিনা |
—হ্যা সোনা, বলতে বলতে তুহিনার নীল আকাশে ডুবে যেতে থাকে বিবেক |


গভীরে যেতে যেতে হঠাৎ যেন চৈতন্য ফিরে আসে বিবেকের |কয়েকদিন ধরে যোগাযোগ করছে না তুহিনা |ফোনে দু একবার সংযোগ হলেও অল্প সময়ের জন্য কথা হয় |
—এখন বাড়ির পরিস্থিতি খুব খারাপ, বাইরে বেরুতে দিচ্ছে না| ফোনে কথা বলছি কি না নজর রাখছে সবাই | তুমি ভালো থেকো| সময় হলে আমি ঠিক যোগাযোগ করবো |
ভিতরে ভিতরে ছট্ ফট্ করতে থাকে বিবেক |
তুহিনার অনেক ছেলেবন্ধু আছে | ভালোরকম মেলামেশা আছে| তাদের ই কারোর  সাথে প্রেম নেই তো ? না কি সত্যিই অসুবিধার মধ্যে আছে ও ! বিবেক যতই চাকরি করুক, তুহিনার বাড়ির লোক ওকে খুব একটা পছন্দ করেনা | তার জন্যেই কি ? কিন্তু আজকালকার দিনে চাকরিজীবি ছেলে কটা পাওয়া যায় ? এইরকম একটা সুপাত্র হাতছাড়া করবে ওর বাড়ির লোকেরা?
—তুমি কেন এমন করছো বলো না?এত কথা হতো , এত দেখা হতো আমাদের| তুমি কি চাও না আমার সাথে আগের মত করে থাকতে ?
—আমার কিছু করার নেই | তুমি একটু ধৈর্য্য ধরো, বিশ্বাস রাখো| 
তুহিনারএই উত্তরে ওর অসহায়তার ছবিটাই স্পষ্ট হয়ে উঠলো বিবেকের কাছে |সময় গড়িয়ে যেতে থাকে, পরিস্থিতির কোনো পরিবর্তনই দেখতে পায় না সে | আবার খারাপ চিন্তাগুলো জড়ো হয়|সত্যি কি ভালোবাসে তুহিনা ওকে ? নাকি সবই ছলনা ছিল ? হয়তো অন্য কারোর সাথে জড়িয়ে পড়ছে ও ....
অসহ্য মানসিক যন্ত্রনার মধ্যে তলিয়ে যেতে থাকে বিবেক | সে তুহিনাকে প্রকৃত ভালোবাসে |তবু কেন মাঝে মাঝে ঘৃণা আসে,  রাগ আসে? কেন ক্ষোভে ফেটে পড়তে ইচ্ছে করছে তার ? ওর মনে হয় এক্ষুনি তুহিনার বাড়িতে গিয়ে ওকে সব জিজ্ঞাসা করে, কিন্তু তুহিনার সতর্কবানী মনে পড়ে, আমি যতদিন না আমাদের বাড়িতে যেতে বলবো তুমি আসবে না | আমি সব ব্যবস্থা করে তবে তোমাকে ডাকবো |না হলে আমার বাড়ির লোক তোমাকে মেনে নেবে না | যখন সময় হবে আমি ঠিক তোমায় জানাবো | আর একটা কথা আমরা যখন দুজন দুজনকে সত্যি ভালোবাসি, তাই মনে রাখবে যা হবে দুজনার ভালোর জন্যেই হবে|
প্রকৃত ভালোবাসা হলো যাকে ভালোবাসো সে যেন ভালো থাকে | নিজেকে বোঝায় বিবেক |তুহিনার যদি এতেই ভালো হয় তবে তাই হোক |
ও আর যোগাযোগ করবে না | তুহিনাই জানাবে বলেছে ওকে| দিন মাস বছর পেরিয়ে গেলেও যোগাযোগ করে নি বিবেক| সে যে আর পাঁচজনের মতো চাওয়া পাওয়ার ভালোবাসায় বিশ্বাসী নয় |সে তার প্রকৃত ভালোবাসার অপেক্ষায় থাকবে |
তবে বেশি নয় বছর দেড়েকের  মধ্যেই বন্ধু মারফৎ একজন প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ারের সাথে তুহিনার বিয়ের খবর পেতেই দেরি করেনি বিবেক | সেও বিয়ে করে তনিমাকে | তুহিনার মতো তত সুন্দরী নাহলেও একটা অন্যরকম সৌন্দর্য্য আছে তনিমার | ভালো লাগে বিবেকের|
এই কয়েক বছরে ভালোবাসা দিয়ে তুহিনার স্মৃতি ভুলিয়ে দিতে পেরেছে তনিমা |

কিন্তু আজ তুহিনার গলার চেনা স্বরে সব স্মৃতি ভেসে উঠছে আবার |
—কেমন আছো ? খুব শান্ত গলায় প্রশ্ন করে বিবেক |
— ভালোই| তুমি কেমন আছো ?
 তুহিনার গলার স্বরে বিষন্নতার আভাষ পায় বিবেক |
—আমি বেশ ভালোই আছি | কথাটা শুনতে হয়তো তোমার খারাপ লাগছে ...
—না, তা কেন , তুমি ভালো থাকো  ঈশ্বরের  কাছে এটাই আমি চেয়েছি  সারাজীবন...
— তা চাইতে পারো, তবে সত্যি বলতে সব যন্ত্রনা ভুলতে অনেক সময় লেগেছে আমার |তুমি এমন কেন করলে বলো না ? আমাকে দেওয়া সমস্ত কথা মিথ্যে প্রমান করে দিলে কেন ?
— আমি কিছুই মিথ্যে প্রমান করি নি বিবেক |জানি এতসব ঘটনার পরে তোমার অবিশ্বাস স্বাভাবিক|তুমি হয়তো বুঝবেনা  এই বিশ্বায়নের যুগেও  ফ্যামিলির মানুষগুলোর মন রাখতে গিয়ে আমি আমার সুখ স্বাচ্ছন্দ বিসর্জন দিতে পারি| তুমি হয়তো বুঝবে না , একজন সফল ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে হলেও, সব পেয়েছির দেশে থেকেও আমার মনের গভীরের বিষাদের বীজ ধীরে ধীরে  মহীরূহে পরিনত হতে পারে |
আর সেখান থেকে ডিভোর্স পর্যন্ত হতে পারে তার কারন ও তুমি হয়তো বুঝবে না |
বিবেক কিছুক্ষণ চুপ করে থাকে| তারপর বলে, আমি বোঝার চেষ্টা করছি তুমি বলো |
—তুমি হয়তো ভাববে আমি এখন বিপদে পড়ে তোমার কাছে ফেরার চেষ্টা করছি |সেই রকম ভাবনার কারন নেই | আমি আমার বাবা মায়ের, ফ্যামিলির আর সকলের কথা , আমার সংসারের কথা ভেবে তোমার সাথে যোগাযোগ করতে পারি নি | এই সহজ সরল কথাটাও তোমার দৃষ্টিভঙ্গিতে অন্যরকম মনে হতে পারে | কিন্তুএটাই সত্যি | আর  এটা তোমার জানা দরকার তাই জানালাম |
—এতদিন পর ? 
—হ্যা | এতদিন পর| কারন আমার কাছের মানুষজনদের মন রাখতে গিয়ে আমি এতদিন ধরে  অন্য খাতে নদীকে বইতে দেওয়ার চেষ্টা করে গেছি | কিন্তু এটাই বুঝেছি জোড় করে নদীর গতিপথ পরিবর্তন করা যায় না | সে যাক, একটা কথা জিজ্ঞাসা করা হয়নি, তুমি বিয়ে করেছো নিশ্চয় বিবেক ?
বিবেক মনের গভীরে কোথাও পাথরের বুক চিরে জলস্রোতের শব্দ শুনতে পায় | এই নদীর স্রোত তার খুব চেনা | 
      ***********************

     প্রিয়ব্রত দত্ত, বর্ধমান



মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত