♦সূর্যতনয় অধিকারী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

♦সূর্যতনয় অধিকারী



কন্যাভ্রুণ

সূর্যতনয় অধিকারী

"""""""""""""""""''""""""""""""
বাবা, আমি কন্যাভ্রুণ বলছি ;
তুমি মেয়ে চাওনি, তাই নওনি
ফেলে গেছো নোংরা আবর্জনার মতো,
আজ তুমি তোমার ছেলের পাঠানো বৃদ্ধাশ্রমে --
কেমন আছো বাবা......?
বুঝতে পারছো সেদিনের মায়ের বুকের যন্ত্রণা ,
আকুতি, সন্তান হারানোর ক্ষত
আশা করি ভালোই আছো !
বৃদ্ধাশ্রমের দেওয়ালে ঘেরা ঘরে,
অথবা নির্জন বারান্দায়,
তোমার স্মৃতিপটে ফেলে আসা অতীত......
তোমাকে বিদ্রুপ করছে বুঝি ?
জানো আমিও একটা কোল চেয়েছিলাম,
চেয়েছিলাম তোমার পরিচয়ে পরিচিত হতে
নির্জন স্মৃতি-কাতর বিকেলে --
এখন যখন তুমি বৃদ্ধাশ্রমের...
বাগানে এসে দাঁড়াও!
গোধূলির আলোছায়ায়....... 
শুনেছি রোজ নাকি বৃষ্টি নামে তোমার চোখে ,
দীর্ঘশ্বাসের ঝোড়ো হাওয়ায়,
তুমি ক্ষত- বিক্ষত হও
স্মৃতির ক্যানভাসে সব বীভৎস রং,
বিভ্রান্ত মানবতার সংজ্ঞা,
বড্ডো দেরি হয়ে গেছে পাশবিক কামনার........
তবে কেন খেদ, কার অভিমান
বাবা, জানো!
আমি কন্যাভ্রুণ, আমি একটা কোল চেয়েছিলাম.........।।

No comments:

Post a Comment