সুখেন্দু নস্কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

সুখেন্দু নস্কর



ফুলের বাগান

---------- সুখেন্দু নস্কর


মায়ের আছে ফুলের বাগান,
ফলের গাছের সারি
আলোয় আলোয় সাজিয়ে রাখে
স্বপ্ন রকমারি

সেই বাগানের আমরা সবাই
ভাই-দাদা-বোন-দিদি,
আলুক ঝালুক ভালবাসার
এক প্রান এক হৃদি

মায়ের স্নেহ হাতের আদর
ছোট্ট ছোট্ট চারায়
হাসি-খুশি রঙ-বাহারি
ফুলের পাড়ায় পাড়ায়

জল দিয়ে যায় সকাল-বিকাল
সুর দিয়ে যায় প্রানে
বাতাস ওড়ায় ফুলের রেণু
মায়ের মধুর গানে

No comments:

Post a Comment