মহাজিস মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

মহাজিস মণ্ডল



   বৃষ্টির শব্দ

          মহাজিস মণ্ডল

অবিরল বৃষ্টির রঙে রঙে
আজ ,তুমি কবিতা লিখছো
আর পাতার পরে পাতা সাজিয়ে
এক একটা ভালোবাসার প্রজাপতি উড়িয়ে দিচ্ছো আকাশে
হৃদয়ের ঘ্রাণে তোমার অপূর্ব গন্ধ লেগে আছে 
বিমোহিত অপরাহ্ন পেরিয়ে সন্ধে ,সন্ধে পেরিয়ে রাত
তুমুল বৃষ্টির মধ্যে তুমি আর আমি
আমরা দুজন যেন অন্তর্লীন
বৃষ্টির টাপুর-টুপুর শব্দে.....
                           
   --------------

মহাজিস মণ্ডল
২৭, শহীদ পূর্ণেন্দু নগর,
ঠাকুরপুকুর,
কলকাতা-৭০০০৬৩


No comments:

Post a Comment